জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট জেলায় শনিবার কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে পুলিশ লাইনস ড্রিলশেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাটের পুলিশ সুপার ও প্রধান উপদেষ্টা কমিউনিটি পুলিশিং জয়পুরহাট জেলা সম্বনয় কমিটি মাছুম আহাম্মদ ভূঞা,পিপিএম-সেবা, পুলিশ সুপার বক্তব্যে বলেন কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণ এবং পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ ও সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে। ফলে বিভিন্ন ধরনের অপরাধ যেমন-মাদক, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি নিয়ন্ত্রণ সহজ হয়। এছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণেও প্রয়োজনীয় আগাম তথ্য দিয়ে কমিউনিটি পুলিশিং এর সদস্য তথা সমাজের মানুষ পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান (রকেট) সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম, সোলায়মান আলী, এন,এস,আই,এর উপ-পরিচালক মোঃ তহিদুল রহমান, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল, বিজ্ঞ পিপি, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, নন্দলাল পার্শী, সদস্য সচিব, কমিউনিটি পুলিশিং জয়পুরহাট জেলা সমন্বয় কমিটিসহ জয়পুরহাটের জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য, সাংবাদিক, ক্রীড়া সংস্থার সদস্য, ব্যবসায়ী বৃন্দ স্কাউট এবং রোভার, নৃতাত্বিক জনগোষ্ঠি, সকল এনজিও কর্মী, সরকারী ও বে-সরকারী বিভাগের কর্মকর্তা বৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশা জীবিগন উপস্থিত ছিলেন।