শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন

পঙ্গু মোজাম্মেলকে দোকান ও গাড়ি দিলো ওয়ালটন

মোসলেম উদ্দিন (হিলি) দিনাজপুর:
  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১

খবরপত্রে সংবাদ প্রকাশের পর

দৈনিক খবরপত্রে সংবাদ প্রকাশের পর দিনাজপুরের বিরামপুর উপজেলার কুন্দনহাটের দুই পা হারা পঙ্গু মেইল মোজাম্মেল হককে একটি নতুন দোকান ও গাড়ি দিয়েছেন ওয়ালটন কোম্পানির ডিএমডি হুমায়ন কবির। পঙ্গু মোজাম্মেল হক নতুন দোকান ও চলাচলের জন্য একটি গাড়ি পেয়ে মহাখুশি। ওয়ালটন কোম্পানির ডিএমডি হুমায়ন কবির বলেন, একটি মানবিক সংবাদ দেখে আমি অসহায় পঙ্গু মোজাম্মেলের জন্য নতুন দোকান ও গাড়ি তৈরি করে দিলাম। দোকান এবং গাড়িটি পেলে তার অনেক উপকার হবে। পঙ্গুত্ব জীবন নিয়ে তাকে আর কষ্ট করতে হবে না। শনিবার (৬ নভেম্বর) দুপুরে বিরামপুর উপজেলার কুন্দনহাটে পঙ্গু মেইল মোজাম্মেলের নিকট গিয়ে দেখা যায়, তাকে নতুন দোকান ও গাড়ি দিয়েছেন ওয়ালটন। দোকান ও গাড়ি ব্যবহার করছেন তিনি। বিরামপুর ওয়ালটন শোরুম ম্যানেজার শাহ আলম বলেন, বিরামপুরের কুন্দনহাটের পঙ্গু মোজাম্মেল হককের একটি মানবিক নিউজ প্রচার হয়। প্রচারের পর ওয়ালটন কোম্পানির ডিএমডি মহোদয়ের নজরে আসে। পরে তার নির্দেশক্রমে মোজাম্মেলের জন্য একটি নতুন দোকান ঘর এবং তার চলাফেরার জন্য একটি গাড়ি তৈরি করা হয়েছে। বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার, বিরামপুর থানার ওসি এবং হিলি থেকে আসা সাংবাদিকদে মাধ্যমে দোকান ও গাড়ির চাবি মোজাম্মেলের হাতে তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলার নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত, হাকিমপুর (হিলি) প্রেসক্লাবের সভাপতি বৈশাখী টিভি’র হিলি প্রতিনিধিঃ সাপ্তাহিক হিলিবার্তা পত্রিকার প্রকাশ ও সম্পাদক গোলম মোস্তাফিজুর রহমান মিলন, হাকিমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এনটিভি’র হিলি প্রতিনিধিঃ সাপ্তাহিক আলোকিত সীমান্ত পত্রিকার প্রকাশ ও সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জিটিভি’র হিলি প্রতিনিধিঃ আনোয়ার হোসেন বুলু, হাকিমপুর প্রেসক্লাবের সহসভাপতি রবিউল ইসলাম সুইট সহ অনেকেই। নতুন দোকান আর গাড়ি পেয়ে মেইল মোজাম্মেলের এক নতুন জীবন শুরু হলো। অন্যের দোকানে থাকতে হবে না আর ভাড়াতে। ছোট ভাঙাচোরা গাড়িতে তাকে আর বসতে হবে না। এখন থেকে একটি দোকানের মালিক হলেন তিনি। মোজাম্মেল হক চলাফেরা করছে একটি উন্নতমানের বড় আকারের গাড়িতে। দোকানে আছে বিভিন্ন রকমের যন্ত্রাংশ, ক্রেতারা যাচ্ছে না অন্যের দোকানে। দোকান আর গাড়ি পেয়ে মোজাম্মেলের খুশির শেষ নেই, আনন্দে তার চোখে পানি ঝলমল করছে। তার খুশিতে এলাকাবাসীও আনন্দিত। গাড়ি নিয়ে ছুটতে শুরু করেছেন মোজাম্মেল। সাহসী মেইল মোজাম্মেল চলবে এবার আপন গতিতে। স্থানীয়রা বলেন, আমরা খুবই আনন্দিত, আমাদের গ্রামের একজন অসহায় পঙ্গু মানুষের পাশে ওয়ালটন কোম্পানি দাঁড়িয়েছে। আজ মোজাম্মেল চাচাকে ওয়ালটন নতুন দোকান ও নতুন গাড়ি তৈরি করে দিলো। ধন্যবাদ জানায় ওয়ালটন ও রাইজিংবিডিকে। দোকান ঘর ও নতুন গাড়ি পেয়ে খুশিতে পঙ্গু মেইল’ মোজাম্মেল বলেন, আমি অনেক খুশি, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন ওয়ালটন কোম্পানিকে ভুলবো না। আমার মত অসহায় পঙ্গু মানুষকে যারা সাহায্য করলো আল্লাহপাক সবার মঙ্গল করবেন। বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন্ত বলেন, দৈনিক খবরপত্রে এই অসহায় পঙ্গু মানুষটিকে নিয়ে সংবাদ প্রচার হয়েছিলো। যার ফলসরুপ ওয়ালটন কোম্পানি তার পাশে দাঁড়িয়েছে। তাকে নতুন দোকান ও গাড়ি দিয়েছে, তাই ধন্যবাদ জানায় ওয়ালটন কোম্পানি ও এবং দৈনিক খবরপত্রকে। বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বলেন, গত ২২ জুন দুই পা হারা পঙ্গু মোজাম্মেল হককে নিয়ে একটি মানবিক প্রতিবেদন দেখতে পাই। তার পরে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোজাম্মেলকে সাহায্য সহযোগীতা করেছি। পরে ওয়ালটন কোম্পানি তাকে একটি নতুন দোকান ও গাড়ি তৈরি করে দিয়েছে। দেশের সরকারের পাশাপাশি এধরনের বড় কোম্পানিও অসহায়দের পাশে দাঁড়িয়েছে। তাই আমার ব্যক্তিগত ভাবে ওয়ালটন ও ধন্যবাদ জানায়। বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু বলেন, অসহায় পঙ্গু মোজাম্মেলকে ওয়ালটন কোম্পানি দোকান ও গাড়ি দিয়েছে, এটি একটি বড় মানবিক কাজ করেছেন ওয়ালটন। আমিও উপজেলা পরিষদের পক্ষ থেকে মোজাম্মেলকে সার্বিক সহযোগীতা করবো। এছাড়া সরকারি সকল সুযোগ-সুবিধা তাকে দেওয়া হবে। এর আগে উপজেলার জোতবানি ইউনিয়নের অন্ধ এক কণ্ঠ শিল্পীকে উপজেলার পক্ষ থেকে তাকে দোকান ঘর করে দেওয়া হয়েছিলো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com