মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন

মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম :
  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১

মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২১ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ নভেম্বর) বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষানুরাগী আলহাজ¦ মুহাম্মদ সেলিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহাকবি কায়ুম নিজামী ও মিরসরাই প্রেসক্লাবের দাতা সদস্য সাজেদা বেগম। প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে সিনিয়র শিক্ষিকা বিলকিস আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য জহর লাল নাথ, সাবেক পরিচালনা কমিটির সদস্য হাফেজ দিলোয়ার হোসেন সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ মুহাম্মদ সেলিম সেলিম উদ্দিনকে বিদ্যালয় উন্নায়ন ও অগ্রগতি সাধনে অবদানের স্বীকৃতি স্বরুপ সস্মননা স্মারক তুলে দেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দরা। প্রধান অতিথি আলহাজ¦ মুহাম্মদ সেলিম উদ্দিন বক্তব্যে বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা সুষ্ঠ ও নকল মুক্ত পরিবেশ কামনা করার পাশাপাশি প্রত্যেক ছাত্র-ছাত্রী যেন ভাল ফলাফল করে উন্নত ও উজ্জ্বল ভবিষ্যৎ জীবন গড়তে পারে সেই প্রত্যাশাই করছি। সকল শিক্ষার্থীকে ভালোভালে প্রস্তুতি নেয়ার জন্য পরামর্শ দেন তিনি। সবশেষে এসএসসি ১৪৪ পরীক্ষার্থীকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ মুহাম্মদ সেলিম উদ্দিন ব্যক্তিগত উদ্যেগে শিক্ষা উপকরণ দেওয়া হয়। বিদ্যালয়ের শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মঈন উদ্দিন মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com