বুধবার, ০১ মে ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন

ফকিরহাটে ২৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১

বাগেরহাটের ফকিরহাটে রবি ২০২১-২০২২ মৌসুমে গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখি, চিনাবাদাম, শীতকালীন পেয়াজ, মুগ, মুসুর, ও খেসারী আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষিঅফিসের উদ্যোগে সোমবার (০৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত। উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন সেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, কৃষক আ: রাজ্জাক, কৃষানী হোসনে আরা বেগম প্রমূখ। এদিন উপজেলার ৮ ইউনিয়নের ২৫০ জন কৃষকের মাঝে গম, ভূট্টা, সরিসা, সূর্যমুখী, খেসারী বীজ এবং ডিএপি, এমওপি সার বিবতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com