জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাবিবপুর উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হাবিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের সার্বিক সহযোগিতায় আলহাজ্ব আবুল হোসেন প্রধান এর সভাপতিত্বে সহকারী শিক্ষক (ইংরেজি) মোঃ ইউসুফ আলীর সঞ্চালনায় বিদ্যালয় হলরুম মিলনায়তনে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষানুরাগী ও হাবিবপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ জিহাদ হোসেন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, জয়পুরহাট সরকারি কলেজের আইসিটি প্রভাষক মোঃ জাকির হোসেন, কড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম, হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, কুসুম্বা ইউনিয়নের ১ ওয়ার্ডের ইউ,পি সদস্য মোঃ ওহিদুজ্জামান,সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক মোঃ মফিদুল ইসলাম, উক্ত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ জিহাদ হোসেন মন্ডল কে বিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতি সাধনের অবদানের স্বীকৃতি স্বরূপ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীগনেরা ফুল দিয়ে বরণ করে নেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পরীক্ষা চলাকালীন সময়ে সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশ কামনা করার পাশাপাশি প্রত্যেক ছাত্র-ছাত্রী যেন ফলাফল ভাল করে উন্নত ও উজ্জ্বল ভবিষ্যৎ জীবন গড়তে পারে সেই প্রত্যাশায় কামনা করছি। এ ছাড়াও সকল শিক্ষার্থীদের কে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য পরামর্শ প্রদান করেন তিনি। তিনি আরও বলেন অএ বিদ্যালয়ের ৫তলা বিশিষ্ট একাডেমিক ভবন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কাজ জয়পুরহাট-১আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট সামছুল আলম দুদু এমপি মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন করেছি এবং আশা করি অএ প্রতিষ্ঠানটি কুসুম্বা ইউনিয়নের মধ্যে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে আমার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।