শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০১:২৮ অপরাহ্ন

পলাশবাড়ী বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা

নুরুল ইসলাম পলাশবাড়ী (গাইবান্ধা) :
  • আপডেট সময় বুধবার, ১০ নভেম্বর, ২০২১

গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তি উপলক্ষে উপজেলা পর্যায়ে আলোচনা, মতবিনিময় সভা, বাউল গান এবং যাত্রাংশ অনুষ্ঠিত হয়েছে। “হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে“ প্রতিপাদ্য-কে সামনে রেখে পলাশবাড়ী উপজেলার স্বাধীন পলাশ নাট্য সংস্থার আয়োজনে ৮ই নভেম্বর সোমবার স্বাধীন পলাশ নাট্য সংস্থার কার্যালয়ে লেবু প্রধানের সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। তিনি তার বক্তব্যে বলেন, ভাবতে অবাক লাগে। এটাই কি আমাদের স্বাধীন বাংলাদেশ। এটাই কি বঙ্গবন্ধুর বাংলাদেশ। পীরগঞ্জে আগুন সন্ত্রাস আমাদের ব্যাথিত করেছে। ক্ষুব্ধ করেছে, লজ্জিত করেছে। যারা পীরগঞ্জে অগ্নিকান্ডের মাধ্যমে সাধারণ মানুষের উপর নির্যাতন চালিয়েছে এরা মানবতার শত্রু, মুক্তিযোদ্ধার শত্রু, দেশের শত্রু। এরা রাষ্ট্রকে অপমান করেছে। এদের নেপথ্যের মূল কাহিনী আগামী ২৩ সালে নির্বাচনের আগেই দেশটাকে অস্থিতিশীল করাই লক্ষ্য-উদ্দেশ্য। পরিশেষে তিনি, পলাশবাড়ী স্বাধীন পলাশ নাট্য সংস্থা পরিদর্শন করে আয়োজক, শিল্পী এবং সদস্যদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানের মাধ্যমে উৎসাহিত করেন এবং সকল প্রকার সহোযোগিতার আশ্বাস দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম থিয়েটার সভাপতি মন্ডলীর সদস্য কাজী সাঈদ হোসেন দুলাল, বাংলাদেশ গ্রাম থিয়েটার সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, বাংলাদেশ গ্রাম থিয়েটার আন্তর্জাতিক সম্পাদক আব্দুল হান্নান, বাংলাদেশ গ্রাম থিয়েটার তথ্য-গবেষণা ও প্রযুক্তি সম্পাদক জুলফিকার চঞ্চল, বাংলাদেশ গ্রাম থিয়েটার রংপুর বিভাগীয় সমন্বয়কারী আলমগীর কবির বাদল ছাড়া ও স্থানীয় সাংস্কৃতিক, বাউল, শিল্পী প্রমূখ। এর আগে, অতিথিদের সাথে নিয়ে পীরগঞ্জের জেলে পল্লী পরিদর্শন এবং তাঁদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ গ্রাম থিয়েটার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বাধীন নাট্য সংস্থার পলাশবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক নূর মোহাব্বত সরকার (সাংবাদিক)।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com