গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হ্যাটট্রিক বিজয়ের জন্য লড়বেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান খোকন বালা। দলীয় মনোনয়ন বা উন্মুক্ত যে পদ্ধতিতেই নির্বাচন হোক তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হবেন বলে ঘোষনা দিয়েছেন। সে মোতাবেক তিনি প্রতিদিন ইউনিয়নটির জনবহুল এলাকায় গণসংযোগ করছেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে ভোটারদের কাছে দোয়া ও আর্শিবাদ চাচ্ছেন। ইউনিয়নটির উন্নয়নের কথা তুলে ধরে চেয়ারম্যান খোনক বালা বলেন, আমি রামশীল ইউনিয়নে একটানা ১০বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এ সময়ে এই ইউনিয়নে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভাট, স্কুল, মন্দির, র্গীজা, ও হাটবাজারের ব্যাপক উন্নয়ন করেছি। এছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীনভাতা, প্রতিবন্ধীভাতাসহ নারী উন্নয়নে কাজ করেছি। নারীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। নারী শিক্ষার উন্নয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেছি। নিজস্ব অর্থায়ণে খাগবাড়ি পলিটেকনিক কলেজ নির্মাণ করেছি। গৃহহীনদের থাকার জন্য ঘর নির্মাণ করে দিয়েছি। যুবসমাজকে মাদক সেবন থেকে ফিরিয়ে আনার জন্য ক্লাবে ক্লাবে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, আশা করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার কাজের মূল্যায়ণ হিসেবে আগামীতেও আমাকে মনোনয়ন দিবেন। আর তিনি যদি এখানে মনোনয়ন পদ্ধতি তুলে দিয়ে উন্মুক্ত ভাবে নির্বাচন দেন তাহলেও আমি প্রার্থী হবো। ইউনিয়নটির রাজাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা বিবেকানন্দ রায় ও রামশীল গ্রামের সমাজসেবক জগিন্দ্র তালুকদার বলেন, খোকন বালা গত ১০ বছরে সুনামের সহিত চেয়ারম্যান হিসেবে জনগনদের সেবা দিয়েছেন। তার আমলে ইউনিয়নটির ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি রামশীল ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তিত করেছেন। তার আমলে এই ইউনিয়নে যে উন্নয়ন হয়েছে তাহা গত ৫০বছরেও হয়নি। যদি উন্মুক্ত ভাবে ভোট হয় তাহলে তিনি আগামীতেও চেয়ারম্যান নির্বাচিত হবেন।