শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন

জামালপুরে ভোট বর্জন করলেন আ.লীগ প্রার্থী

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

জামালপুর সদর উপজেলার ১৩ নম্বর মেষ্টা ইউনিয়নে ব্যালট পেপার, ব্যালট বক্স ছিনতাই ও মারধরের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বদরুল হাসান বিদুৎ। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে তিনি এ ভোট বর্জনের ঘোষণা দেন। এদিকে, দুপুর দেড়টার দিকে মেষ্টা ইউনিয়নের বুখুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যলেট পেপার ও ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভোট বর্জন নিয়ে চেয়ারম্যান প্রার্থী বদরুল হাসান বিদুৎ জানান, প্রশাসন আমার সাথে পক্ষপাতমূলক আচরণ করেছে। বিদ্রোহী প্রার্থীর কর্মিরা আমার কর্মিদের ওপর হামলা চালিয়ে ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনিয়ে নিয়েছে। এ সময় প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করেছে। ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আসাদুল ইসলাম জানান, কেন্দ্রে ব্যলেট পেপার ও ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনায় কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com