রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন

কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলে মতবিনিময়

হুমায়ুন কবির (কালীগঞ্জ) ঝিনাইদহ :
  • আপডেট সময় শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

ঝিনাইদহের কালীগঞ্জে ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ সুগার মিলে ২০২১- ২০২২ রোপণ মৌসুমে মিলজোন এলাকার আখ চাষী প্রতিনিধি, আখ চাষী ও স্থ’ানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে আখ চাষ বৃদ্ধি বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মোবারকগঞ্জ সুগার মিলের কৃষি বিভাগ কর্তৃক আয়োজিত এই মতবিনিময় সভাটি মিলের অন্তরে প্রশিক্ষন ভবনের সভা কক্ষে শুরু হয় ১৩ নভেম্বর সকাল দশটায়। মোঃ রাকিবুর রহমান খান ব্যব¯’াপনা পরিচালক, মোচিক এর সভাপতিত্বে এবং গৌতম কুমার মন্ডলের সঞ্চালনায় শুরু হওয়া সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ- ৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম রসুল, সভাপতি মোচিক শ্রমিক কর্মচারী ইউনিয়ন, জহুরুল ইসলাম, সভাপতি মোচিক চাষী কল্যাণ সমিতি, মাসুদুর রহমান মন্টু, সাধারণ সম্পাদক মোচিক চাষী কল্যাণ সমিতি। বড় আখ চাষী ৭নং রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু, আশরাফুল আলম ভুইয়া, মহাব্যবস্থাপক কৃষী, চাষী নজরুল ইসলাম, আব্দুর রহিম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আনোয়ারুল আজীম আনার বলেন, আমার নির্বাচনী এলাকার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান হলো এই মোবারকগঞ্জ সুগার মিস।অনেক চড়ায় উতরাই পেরিয়ে এখনো আমাদের এই মিল চালু রয়েছে শুধুমাত্র চাষী ভাইদের জন্য। আখ চাষে নানা প্রতিব্ন্ধকতার শিকার হ”েছন চাষীরা তবুও তারা এই শিল্পটিকে বাচিয়ে রাখতে আখ রোপণ অব্যাহত রাখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। আপনাদের যে দাবী দাওয়া রয়েছে সব ইনশাআল্লাহ ধাপে ধাপে সব পূরণ হবে। মোচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল তার বক্তব্যে বলেন, খাদের কিনারা থেকে আমাদের এই মোবারকগঞ্জ সুগার মিলকে টিকিয়ে রাখতে আখ চাষের কোনো বিকল্প নেই।অন্যান্য ফসলের ন্যায় আখও লাভবান একটি ফসল। একমাত্র এই ফসলটি চাষী তার পুরো ফসল এক দরে বিক্রি করতে পারেন,যা অন্য ফসলের ক্ষেত্রে সম্ভব হয় না। বাজারে সব পণ্য দ্রব্যের মূল্য বৃদ্ধি হলেও আখের মূল্য বৃদ্ধি হয়নি। এব্যাপারে তিনি মাননীয় জাতীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে বলেন, চিনি শিল্পকে বাঁচিয়ে রাখতে তথা মোবারকগঞ্জ সুগার মিলকে সুপ্রতিষ্ঠিত করতে আখ চাষীদের দাবি দাওয়ার প্রতি আপনার সুনজর কামনা করি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com