শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন

“হিং টিং ছট” এর নাট্যকার অধ্যাপক মঈন উদ্দীন আহমেদকে সংবর্ধনা প্রদান

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

দিনাজপুর নাট্যসমিতির প্রযোজনা প্রথম শিশু নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে ‘হিং টিং ছট’ নাটকের নাট্যকার অধ্যাপক মঈন উদ্দীন আহমেদকে নাট্য সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শনিবার রাতে দিনাজপুরের ঐতিহ্যবাহী নাট্য প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতির মঞ্চে অনুষ্ঠিত হল প্রথম শিশু নাটক ‘হিং টিং ছট’। নাটকটির নির্দেশনায় ছিলেন তরুন নাট্যকার সম্বিত সাহা। সহকারী নির্দেশনায় ছিলেন শেখ ছগীর আহমেদ কমল। প্রযোজনা ব্যাবস্থাপক হিসেবে ছিলেন আসাদুজ্জামান বাবু। নাটকটি শুরু হওয়ার পূর্বে নাট্য সমিতির সভাপতি ও দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষের সভাপতিত্বে মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব ও নাট্য সমিতির নাট্যধ্যক্ষ কাজী বোরহান, সহ-সভাপতি সহিদুল ইসলাম শহিদুল্লাহ, সহ-সভাপতি আসাদুল্লাহ সরকার সহ-সাধারণ সম্পাদক রবিউল আউয়াল খোকা ও সহ-নাট্যধ্যক্ষ তরিকুল আলম। সভাপতির বক্তব্যে চিত্ত ঘোষ বলেন দিনাজপুর নাট্য সমিতির শতবর্ষের ঐতিহ্যময় ইতিহাসে এই প্রথম শিশু নাটক মঞ্চস্থ হচ্ছে ‘হিং টিং ছট’। স্বাধীনতাউত্তর কালে গত পঞ্চাশ বছরে দিনাজপুর নাট্য সমিতি ছিল সর্বদায় কর্মমূখর, প্রাঞ্জল, উৎসব মূখর। একের পর এক সৃজনশীল প্রযোজনা নির্মানের পাশাপাশি অংশগ্রহন করে একাধিক জাতীয় ও আন্তজার্তিক নাট্য উৎসবে। এই একশ সাত বছরের নাট্য যাত্রায় দিনাজপুর নাট্য সমিতির দেড়শোরও বেশি প্রযোজনা মঞ্চস্থ করেছে। নাটকের নাট্যকার অধ্যাপক মঈন উদ্দীন আহমেদ বলেন, এই বয়সেও আমি স্বপ্ন দেখি দিনাজপুরের জন্য, দিনাজপুরের নাট্য জগতের জন্য। নাট্য সমিতি আমাকে আজ যে সম্মানান প্রদান করেছে তাতেই আমি ধন্য। ‘হিং টিং ছট’ নাটকের কলাকুশলি হিসেবে অভিনয় করেন শিশু নাট্য শিল্পী প্রত্যুযা রায় ইরা, সম্ময় সরকার মুগ্ধ, সৃজনী মজুমদার রাই, পৃথিলা দাস, মোহতাসীম আল মিনাল, জান্নাতুল মাওয়া জারা, মোঃ ইহাম রহমান, শাহারিয়ার আলম অহনাফ, অনিন্দ দাস, সায়ন্তিকা গুপ্তা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন হারুনুর রশিদ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com