মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
কুড়িগ্রামে দুফসলি থেকে তিন ফসলি জমি করতে সরিষা চাষে ঝুঁকছে কৃষক চকরিয়ায় গোয়ারফাঁড়ি শাখা খাল দখলে নিয়ে অবৈধ স্থাপনা তৈরির হিড়িক চার লক্ষ মানুষের বিপরীতে একমাত্র সরকারি হাসপাতাল ভঙ্গুর অবস্থায় মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষনা করায় সাটুরিয়া বিএনপির আনন্দ মিছিল শালিখায় জাসাস এর ২২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলা, থানায় জিডি পাঁচবিবিতে ড্রেনের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও মিলাদ প্রত্যন্ত এলাকার অপরাধ দমনে গ্রাম পুলিশদের ভূমিকা গুরুত্বপূর্ণ-এসপি শরীফুল হক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লামায় বিএনপির সমাবেশ

কালীগঞ্জে মূর্তি ভাংচুর ও বৃদ্ধাকে শ্লীলতা হানির অভিযোগে থানায় মামলা

তৈয়বুর রহমান কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধেরে জেরে প্রতিপক্ষের প্রতিমা ভাংচুর, লুটপাট ও শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জামারপুর ইউনিয়নের চুপাইর এলাকার বীরেন্দ্র দেব নাথের বাড়িতে। এ ঘটনায় ৭ নভেম্বর বীরেন্দ্র দেবনাথ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ্য করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) আনিসুর রহমান বলেন- এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। যার নংÑ০৬। এখনো কাউকে গ্রেফতার করা হয়নি, তবে আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহ রয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত আফতাব উদ্দিন ও খাইরুল ইসলাম প্রতিমা ভাংচুরের বিষয়টি অস্বীকার করে বলেন-আমাদের ক্রয়কৃত জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষ গং আমাদের মিথ্যা মামলায় ফাসানোর জন্য এ ঘটনা ঘটায়। এ বিষয়ে জামালপুর ইউপি চেয়ারম্যান মো. খাইরুল আলম বলেন-ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরির্দশন করি। কে বা কারা এ ঘটনা করেছে জানা নেই। তবে তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। অভিযোগ সূত্রে জানাযায়, দীর্ঘদিন যাবত বীরেন্দ্র দেবনাথের সাথে প্রতিবেশী মৃত আমিন উদ্দিনের ছেলে আফতাব উদ্দিন ও খাইরুল গংদের জমি সংক্রান্ত বিরোধের জেরে শ্রত্রুতা চলে আসছিল। ৭ নভেম্বর সকাল আনুমানিক ১০ টায় আফতার উদ্দিন, খাইরুল ইসলাম, কামরুল শেখ, ইব্রাহীম বাগমার, মানিক, রুস্তম আলী, হরিলাল দেবনাথ, হরিপদ দেবনাথ, প্রফুল্লা দেবনাথ, গাফফার খাঁসহ অজ্ঞাত আরো ১০-১৫ জন দেশী অস্ত্র লাঠি-সোটা নিয়ে জোর পূর্বক মন্দিরের ভেতরে ঢুকে কালী, মহাদেব, জয়া ও বিজয়া প্রতিমা ভাংচুর করে। এ ঘটনার খবর পেয়ে বীরেন্দ্র দেবনাথের স্ত্রী চয়নিকা দেবনাথ তাদেকে বাধাঁ দিলে ওই আসামীরা তাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। পরে গালিগালাজ করতে নিষেধ করলে ওই আসামীরা ৫৫ বছরে বৃদ্ধা চয়নিকা দেবনাথকে টানা হেচঁড়া করে শ্লীলতাহানী ঘটায়। এ সময় তার গলায় থাকা বারো আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। ভূক্তভোগী জানান, পৈত্রিক ও ক্রয়সূত্রে চুপাইর মৌজার এসএ ও ৪৪৭ ও আর এস ১০৬২-১০৬৫ দাগে ৪৬ শতাংশ জমি ভোগ দখল করে অসছিলেন। আসামীরা আমাদেরকে বিভিন্ন হুমকি-দামকি দিয়ে আসছে। এমনকি এলাকায় বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। অপর দিকে থানায় মামলা দায়ের ৬ দিন অতিবাহিত হলেও রহস্যজনক কারণে আসামীরা রয়েছে ধরা ছোঁয়ার বাইরে বলেও অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com