পল্লি চিকিৎসকদের এগিয়ে নিতে সোনারগাঁ ও গজারিয়ায় হামর্দদ ওয়াকর্ফ কোম্পানীর পল্লি চিকিৎসক সম্মেলন অনুষ্ঠীত হয়। গতকাল মেঘনা জামালদী এলাকায় হামর্দদ বিশ্ববিদ্যালয় অডিটিরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ডা: মো : শরিফুল ইসলাম সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হামদর্দ ওয়াকর্ফ কোম্পানীর এমডি ড. হাকিম মো:ইউছুব হারুন ভূইয়া, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় কলেজে ভিসি ড. আবুল খায়ের, বিশেষ অতিথি অধ্যাপক কামরুন নাহার পলিন ডা. মেজর জেনারেল (অব:) হারুন অর রশিদ, এ সময়ে প্রধান বক্তা গ্রাম বাংলার পল্লী চিকিৎসাকদের বিভিন্ন চিকিৎসা সেবা দিক নির্দেশনা দেয়। এবং হামর্দদ বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক ৬০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ঘুরে দেখান কয়েকশত পল্লী চিকিৎসকদের। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার মো: মোয়াজ্জেম হোসেন , হামদর্দ উপপরিচালক মার্কেটিং ডা:তৈমূর আলম চৌধুরী, উপপরিচালক মোখলেছুর রহমান (মারুফ), সেল্স ম্যানেজার, মো: ইউনুছ আলী, এবং অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।