ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ আবুল কালাম বলেছেন, প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সাহেবরা দ্বীনি কাজে নেতৃত্ব দানের পাশাপাশি দেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখছে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন ইসলামের প্রচার ও প্রসারের জন্য। এরই ধারাবাহিকতায় তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাউন্ডেশনের কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছেন। ইমাম প্রশিক্ষণ একাডেমী দেশের প্রত্যন্ত অঞ্চলের আলেম-ওলামাদের আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান করে ইমামদের যোগ্য করে গড়ে তুলার কাজ করে যাচ্ছে। ইমাম সাহেবরা এই প্রশিক্ষণ নিয়ে নিজ নিজ এলাকায় তাদের অভিজ্ঞতা কাজে লাগাবেন। ১৬ নভেম্বর মঙ্গলবার দিনাজপুর সদরের উত্তর গবিন্দপুরস্থ ইমাম প্রশিক্ষণ একাডেমী মিলনায়তনে ১০৪৫তম দলের নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি বক্তব্যে এ কথা গুলো বলেন। ইমাম প্রশিক্ষণ একাডেমী দিনাজপুরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমীর ধর্মীয় প্রশিক্ষক মাওঃ সাব্বির আহমদ। প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের পক্ষে বক্তব্য রাখেন মাওঃ জাহিদুল ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন অফিস সহকারী মোঃ আজাদ কালাম। সভাপতির বক্তব্য ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম বলেন, প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সাহেবরা ইমামতির পাশাপাশি সর্ব স্তরের দ্বীনি দাওয়াত কার্যক্রম পরিচালনা, নৈতিকতা শিক্ষা, নিরক্ষরতা দূরীকরণ, জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধ, ইভটিজিং প্রতিরোধ, যৌতুক নিরোধ, মাদকাশক্তি ও খাতকব্যাধি কোভিড-১৯ ও এইডস প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টি, যুব সমাজের চরিত্র গঠন এবং আর্থ সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত হয়ে দেশ ও জাতির সার্বিক উন্নয়নে অবদান রাখছে। সভার শুরুতে পবিত্র কুরআন তিলওয়াত ও তরজমা করেন হাফেজ মোঃ হাসিনুর রহমান। হামদ-নাত পরিবেশন করেন মোঃ হান্নানুর রহমান ও মুনাজাত পরিচালনা করেন সাব্বির আহমাদ। প্রধান অথিতি ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ আবুল কালাম রংপুর বিভাগের ৮জেলা ও জয়পুরহাট জেলা হতে আগত ১০১জন ৪৫ দিন ব্যাপী প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের মাঝে সনদ ও প্রাথমিক চিকিৎসা বক্স প্রদান করেন।