গতকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর নতুন টোলহার। এর আগে ২ নভেম্বর এ দুই সেতুর টোলহার পুনর্র্নিধারণ করে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। টোল আদায়ের সফটওয়্যার হালনাগাদ না হওয়ায় এত দিন নতুন টোলহার কার্যকর করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গত বুধবার এক প্রজ্ঞাপনে সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, পুনর্র্নিধারণ করা টোলহার ১৮ নভেম্বর দিবাগত রাত ১২টার পর থেকে কার্যকর হয়েছে।
বঙ্গবন্ধু সেতুতে ১০ টাকা বাড়িয়ে মোটরসাইকেলের টোল ৫০ টাকা, ৫০ টাকা বাড়িয়ে হালকা যানবাহনের (কার/জিপ) টোল ৫৫০ টাকা, ১০০ টাকা বাড়িয়ে মাইক্রো, পিকআপের মতো হালকা যানবাহনের টোলহার পুনর্র্নিধারণ করা হয়েছে ৬০০ টাকা। ১০০ টাকা বাড়িয়ে ছোট বাসের (সর্বোচ্চ ৩১ আসন) ৭৫০ টাকা আর বড় বাসের টোল ১ হাজার টাকা পুনর্র্নিধারণ করা হয়েছে। ছোট (পাঁচ টন) আর মাঝারি (আট টন) ট্রাকের টোল বেড়েছে ১৫০ টাকা করে। আজ থেকে ছোট ট্রাক থেকে ১ হাজার টাকা ও মাঝারি ট্রাক থেকে ১ হাজার ২৫০ টাকা টোল আদায় করা হবে। আর ২০০ টাকা বাড়িয়ে ১১ টনের ট্রাকের টোল পুনর্র্নিধারণ করা হয়েছে ১৬৬ টাকা।
অন্যদিকে ট্রাক ও ট্রেইলারের এক্সেল লোড হিসেবে ধরে যানবাহনের তিনটি নতুন শ্রেণী তৈরি করা হয়েছে। এর মধ্যে তিন এক্সেলের ট্রাক থেকে ২ হাজার টাকা, চার এক্সেলের ট্রেইলার থেকে ৩ হাজার টাকা ও চার এক্সেলের বেশি ট্রেইলারের জন্য ৩ হাজার টাকার পাশাপাশি বাড়তি প্রতি এক্সেলের জন্য ১ হাজার টাকা করে টোল আদায় করা হবে। এছাড়া সেতু দিয়ে ট্রেন চলাচলের জন্য বার্ষিক ট্যারিফ ৫০ লাখ থেকে বাড়িয়ে ১ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতুর জন্য প্রথম টোলহার নির্ধারণ করা হয়েছিল ১৯৯৭ সালে। এর ১৪ বছর পর ২০১১ সালে টোলহার ১৭ শতাংশ বৃদ্ধি করে সরকার। এক দশক পর দ্বিতীয় দফায় ফের ১৭ শতাংশ হারে টোল বাড়ল সেতুটির। একইভাবে মুক্তারপুর সেতু পারাপারের ক্ষেত্রে তিন চাকার ভ্যান ও মোটরসাইকেল থেকে ১৫ টাকা, তিন চাকার অটোরিকশা থেকে ৩০ টাকা, কার/টেম্পু/জিপ/মাইক্রোবাস থেকে ৫০ টাকা, ছোট বাস থেকে ১৫০ টাকা, বড় বাস থেকে ২৫০ টাকা টোল আদায় করা হবে। ছোট ট্রাক (পাঁচ টন) থেকে ২০০ টাকা, পাঁচ থেকে আট টনের মাঝারি ট্রাক থেকে ২৫০ টাকা, আট থেকে ১১ টনের মাঝারি ট্রাক থেকে ৬০০ টাকা আদায় করা হবে। অন্যদিকে ট্রাক ও ট্রেইলারের এক্সেল লোড হিসেবে ধরে যানবাহনের তিনটি নতুন শ্রেণী তৈরি করা হয়েছে। এর মধ্যে তিন এক্সেলের ট্রাক থেকে ৮০০ টাকা, চার এক্সেলের ট্রেইলার থেকে ১ হাজার টাকা এবং চার এক্সেলের বেশি ট্রেইলারের জন্য ১ হাজার টাকার পাশাপাশি বাড়তি প্রতি এক্সেলের জন্য ৫০০ টাকা করে টোল আদায় করা হবে। মুক্তারপুর সেতুর টোলহার নির্ধারণ করা হয় ২০০৮ সালে। এরপর এই প্রথমবার বাড়ছে সেতুটির টোল।