রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
পবিত্র ভূমি ফিলিস্তিন জ্বলছে: সমাধান কোন পথে উলিপুরে ভেঙ্গে পড়া ব্রিজ সংস্কার হয়নি যানচলাচল ও যাতায়াত দুর্ভোগ চরমে শিক্ষার্থীদের কৃষি কাজে সম্পৃক্ত করতে এপির অভিনব উদ্যোগ নাগরিক টিভির জেলা প্রতিনিধির ওপর হামলা আসামী গ্রেপ্তারের দাবীতে মঠবাড়িয়ায় মানববন্ধন দাউদকান্দিতে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক অবহিতকরণ ও স্পট রেজিস্ট্রেশন উদ্বোধন কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ রক্ষা করে বৈদেশিক মুদ্রা অর্জনের চেষ্টা করতে হবে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে দশ জনের মনােনয়ন দাখিল রায়পুরায় চোলাই মদ ও গাঁজাসহ গ্রেপ্তার দুইজন কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত শ্রীমঙ্গল প্রেসক্লাবে ঢেউটিন দিয়ে সহায়তা করেন কৃষিমন্ত্রী কন্যা উম্মে ফারজানা

মৌলভীবাজারে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে পলিসি ডায়ালগ

শ. ই. সরকার জবলু মৌলভীবাজার :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

মৌলভীবাজারে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে ১৫ নভেম্বর সোমবার। বাংলাদেশ মন্ত্রিপরিষদ বিভাগের অংশীদারিত্বে, ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম মৌলভীবাজার’র উদ্যোগে ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর ‘প্লাটফর্ম ফর ডায়লগ’ প্রকল্পের আওতায় এ পলিসি ডায়লগ অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা’র সভাপতিত্বে ও পলিসি ফোরাম মৌলভীবাজার’র সাধারণ সম্পাদক পরিতোষ দেবের সঞ্চালনায় জেলা প্রশাসকের সভাকক্ষে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত পলিসি ডায়লগ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সুলতান আহমদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক ড. মাহবুবা সুলতানা আহমদ, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদী হাসান, মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, মৌলভীবাজার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবিদা বেগম। উপস্থিত ছিলেন ‘প্লাটফর্ম ফর ডায়লগ’ প্রকল্পের কর্মকর্তা মোঃ আলমগীর মিয়া ও আকলিমা চৌধুরী, সদস্য এহসানা চৌধুরী চায়না প্রমুখ। পলিসি ফোরাম মৌলভীবাজার’র আমন্ত্রণে জেলার বিভিন্ন সংবাদকর্মী, এনজিও কর্মী, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সমাজকর্মীসহ বিভিন্ন সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভার্চুয়াল কনফারেন্সেও সংযুক্ত ছিলেন সংবাদকর্মীসহ বিভিন্ন সচেতন ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার কমিউনিটি ক্লিনিকগুলোর বাস্তবতা, সমস্যা, সম্ভাবনা ও সেবার মান উন্নয়ন নিয়ে ‘পজিশন পেপার’ উপস্থাপন করেন লেখক ও গবেষক আহমদ সিরাজ। স্বাগত বক্তব্য রাখেন পলিসি ফোরাম মৌলভীবাজার’র সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। অনুষ্ঠানে উপস্থিত সমাজের নানা শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ মুক্ত সংলাপে অংশগ্রহণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com