সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:১৭ অপরাহ্ন

বেনাপোল সীমান্তে ১২টি সোনার বারসহ দুই পাচারকারী আটক

এইচ এম আবুল বাশার শার্শা :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে ১ কেজি ৪০০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার সহ লিটন মিয়া ও শাহাজান মন্ডল নামে দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকালে তাদেরকে আটক করা হয়। আটককৃত আসামী- বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী পশ্চিমপাড়া গ্রামের মুক্তার আলীর ছেলে মোঃ লিটন মিয়া(২৮), ও একই গ্রামের দক্ষিণপাড়ার আলী কদর মন্ডলের ছেলে মোঃ শাহজাহান মন্ডল(৩২)। ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মনজুর ই-এলাহী জানান, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন স্বর্ণ পাচারকারী স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন খবরে তারা সীমান্তের পিলার ১৭/৭ এস এর ১৬৮ আর পিলার হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী মসজিদ বাড়ী বিজিবি চেকপোষ্টের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১২পিচ স্বর্ণেরবার ও একটি মোটরসাইকেল সহ লিটন মিয়া ও শাহজাহান মন্ডল নামে দুই পাচারকারীকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য- ৯০ লাখ ৪০ হাজার ৭শ ঊনপঞ্চাশ টাকা। আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে সেনার বার ও মোটরসাইকেল সহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com