গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধা, জন প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধী সমাজের ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত। মঙ্গলবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, গজারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃরইছ উদ্দীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াছমিন সুলতানা, গজারিয়া উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি হাজী মহসিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম বীর প্রতীক, গজারিয়া ইউঃপিঃ চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া, গুয়াগাছিয়া ইউঃপিঃ চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন, ইমামপুর ইউঃপিঃ চেয়ারম্যান মনসুর আহমেদ খাঁন জিন্নাহ, বাউশিয়া ইউঃপিঃ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান, হোসেন্দী ইউঃপিঃ চেয়ারম্যান মনিরুল হক মিঠু, ভবেরচর ইউঃ পিঃ চেয়ারম্যান ইঞ্জিঃ সাহিদ মোহাম্মদ লিটন, বালুয়াকান্দী ইউঃপিঃ চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল, টেংগারচর ইউঃ পিঃ চেয়ারম্যান সালাউদ্দিন মাষ্টারস, বালুয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক পার্থ, গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার সহ উপজেলাধীন সকল অধিদপ্তর এর কর্মকর্তা ও রাজনৈতিক, সাংবাদিক ও সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় জেলা প্রশাসক মহোদয় মুক্তিযোদ্ধা,জন প্রতিনিধি, সাংবাদিকদের কাছ থেকে গজারিয়ার বিভিন্ন সমস্যার কথা মনযোগ দিয়ে শুনেন, এর পূর্ব তিনি গজারিয়া থানা পরিদর্শন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গজারিয়া উপজেলায় এসএসসি পরীক্ষা ভবেরচর ওয়াজের আলী উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র পরিদর্শন করেন।উপজেলা পরিষদের গেইটের সামনে একটি গাছ রোপন করেন, উপজেলা সাব রেজিষ্টার এর কার্য্যলয়ে গ্রহিতাদের জন্য ডিজিটাল সেবা কার্য্যক্রম এর উদ্ধোধন, উপজেলা মাঠ প্রাঙ্গনে ইমামপুর ইউনিয়ন ও গজারিয়া ইউনিয়নের একশত জেলে পরিবারকে(৫ কেজি চাউল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ১কেজি লবণ ও ২০০ গ্রাম দুধ) খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বলেন, আমরা গজারিয়ায় সমস্যা চিহ্নিত করে গজারিয়ার উন্নয়নে যা প্রয়োজন তাই করবো।এসময় বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যানরা তাদের ইউনিয়নে সমস্যা কথা তুলে ধরেন।