বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

চাটমোহরে উপজেলা আইন শৃংখলা কমিটির সভা

আল-আমিন চাটমোহর (পাবনা) :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

পাবনার চাটমোহর উপজেলার আইন শৃংখলা ও সন্ত্রাস নির্মূল কমিটির যৌথসভা ২৩ নভেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইসাহক আলী মানিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল, ইন্সপেক্টর (তদন্ত) হাসান বাসির, পাবনা জেলা পরিষদ সদস্য মো. হেলাল উদ্দিন, ছাইকোলা ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, নিমাইচড়া ইউপি চেয়ারম্যান এইচ. এম. কামরুজ্জামান খোকন প্রমুখ। সভায় আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়। আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৭ নভেম্বর থেকে নির্বাচন পরবর্তি সময় পর্যন্ত ইঞ্জিন চালিত যানবহন এবং মোটর সাইকেল চলাচল বন্ধ থাকবে। তবে জরুরী পরিসেবার ক্ষেত্রে আন্ত:নগর সড়কে যথাযথ কাগজপত্র প্রদর্শন সাপেক্ষে দায়িত্ব পালনকারী আইন শৃংখলা বাহিনী এই নিষেধাজ্ঞা শিথিল করতে পারবেন। উপস্থিত নেতৃবৃন্দ প্রশাসনের কাছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন। অপরদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ওমর ফারুক বুলবুল জানান, “করোনাভাইরাসের ভয়াবহতা স্তিমিত হলেও, সংকট এখনও কাটেনি। একারণে আমাদের মাস্ক ব্যবহার অভ্যাস সচল রাখতে হবে। বিশ্বের অনেক দেশে করোনার ভয়াবহতা পুন:রায় বৃদ্ধি ঘটায় আবারও লকডাউন দেয়া হচ্ছে। অতএব আমাদের সচেতন থাকা ছাড়া কোনো বিকল্প নেই।” তিনি আরও জানান, “চাটমোহর উপজেলায় প্রায় ২ লাখ প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে গতকাল ২২ নভেম্বর পর্যন্ত ১লাখ ১৬ হাজার ১শ’ ৩৫ জন করোনা টিকার আওতায় এসেছে। টিকা গ্রহণের শতকরা হার ইতোমধ্যে ৫০ শতাংশ ছাড়িয়ে গেছে। বর্তমানে গুরুত্বের সাথে এইচএসসি পরীক্ষার্থীদের সকলকে টিকাদান নিশ্চিত করতে কার্যক্রম অব্যহত রয়েছে।” আলোচকগণ, চাটমোহর উপজেলায় ধর্মীয় সম্প্রীতি বজায় থাকা সহ চলমান আইন শৃংখলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com