মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৬:২০ অপরাহ্ন

নগরকান্দায় দুই প্রার্থীর সমান ভোট হওয়াতে পুনর্নির্বাচন অনুষ্ঠিত, বিজয়ী হলেন লাবলু

বেলায়েত হোসেন লিটন নগরকান্দা (ফরিদপুর) :
  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ১১ নভেম্বরের নির্বাচনে দুই প্রার্থী সমান ভোট পেয়েছিলেন। এ কারণে ঐ ওয়ার্ডে গতকাল বুধবার পুনরায়  ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে আনোয়ারা হোসেন লাবলু ফুটবল প্রতীক নিয়ে ৩৫৪ ভোট পেয়ে সদস্য হিসেবে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন । তার প্রতিদ্বন্দী ফজলুল হক হারুন মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪৭ ভোট। এ নির্বাচনে ছিলো বেশ উৎসাহ উদ্দীপনা। আইন শৃঙ্খলা বাহিনী ছিলো চোখে পড়ার মতো। রিটার্নিং অফিসার উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ তানভীর আখতার এ তথ্য নিশ্চিত করেছেন। দ্বিতীয় ধাপে গত ১১ নভেম্বর নগরকান্দা উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ফুলসুতি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাওয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সাধারণ সদস্য পদের দুজন প্রার্থীই সমান ৩২৪ ভোট  করে পান। ফুলসুতি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ফজলুল হক হারুন (মোরগ প্রতীক) এবং আনোয়ার হোসেন লাবলু (ফুটবল প্রতীক) সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে উভয়েই পেয়েছিলেন ৩২৪ ভোট। দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় ফল স্থগিত করা হয়েছিলো। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা-২০১০ অনুসারে, পুনরায় ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেন রিটার্নিং অফিসার শেখ তানভীর আখতার। গতকাল ২৪ নভেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রিটার্নিং অফিসার উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ তানভীর আখতার বলেন,  ফুলসুতি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বুধবার শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com