খাগড়াছড়িতে ইলেক্ট্রোনিকস, প্রিন্ট ও অনলাইনে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘খাগড়াছড়ি সাংবাদিক ফোরাম’ পুনর্গঠিত হয়েছে। সোমবার(২২ নভেম্বর) ২০২১ইং সকাল ১১টায় আরামবাগস্থ অস্থায়ী কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের প্রত্যক্ষ ভোটে দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি সাংবাদিক মো. ইব্রাহিম শেখকে সভাপতি ও জাতীয় পত্রিকা দৈনিক খবরপত্রের পার্বত্য অঞ্চল প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে কমিটি পুনর্গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি ভোরের দর্পন পত্রিকার জেলা প্রতিনিধি মো. কেফায়েত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক পদে ঢাকা টাইমস এর স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. মাইন উদ্দিন, অর্থ সম্পাদক, মো. আনোয়ার হোসেন প্রতিনিধি (দৈনিক সরেজমিন বার্তা), প্রচার সম্পাদক হলাপ্রুসাই মারমা দৈনিক অরণ্য বার্তা ও বাংলাদেশ বার্তা জেলা প্রতিনিধি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক, খোকন বিকাশ ত্রিপুরা(জ্যাক) জেলা প্রতিনিধি দৈনিক আজকাল। কমিটির সদস্য পদে মো. হাসান আল মামুন, সরেজমিন বার্তা, সাইফুর রহমান সজীব, (বিজয় টিভি), মো. আবু বক্কর( দৈনিক নবচেতনা)। কমিটির সদস্যরা আগামী ৩বছরের জন্য স্ব-স্ব পদে বহাল থাকবেন। কমিটির সদস্যবৃন্দ যেকোন সময় একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।