বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান, গৈলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর হোসেন সেরনিয়াবাত(৮২) বার্ধক্যজনিত কারণে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ঢাকায় ইস্কাটন টাওয়ারের সামনে বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর হোসেন সেরনিয়াবাত এর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর হোসেন সেরনিয়াবাত এর মরদেহ আগৈলঝাড়ায় এসে পৌঁছালে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। বৃহস্পতিবার সকাল ১০টায় সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহি অফিসার মোঃ আবুল হাসেম, পুলিশ বাহিনীর পক্ষ থেকে আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার গার্ড অব অনার প্রদান করেন। এ সময় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রইস সেরনিয়াবাতসহ দলীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি, সুধিজন উপস্থিত ছিলেন। পরবর্তীতে টেমার মালেকা খাতুন মাধ্যমিক বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা শেষে টেমার গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে বরিশাল-১ আসনের এমপি আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।