শনিবার, ০৪ মে ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন

গঙ্গাচড়া উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

রংপুরের গঙ্গাচড়া উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দক্ষতা উন্নয়ন বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়নকৃত জয়েন্ট এ্যাকশান ফর নিউট্্িরশন আউটকাম (জানো) প্রকল্পের সহযোগিতায় গত ২৪-২৫ নভেম্বর রংপুর পর্যটন মোটেলে গঙ্গাচড়া উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটি উদ্বোধন করেন গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা আলহাজ্ব রুহুল আমিন। প্রশিক্ষণে সরকারের দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা ২০১৬-২০২৫, জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি পরিচালনা সহায়িকা, জেলা ও উপজেলা পর্যায়ে বহুখাতভিত্তিক পুষ্টি কর্ম-পরিকল্পনা প্রক্রিয়া, নিরাপদ খাদ্য কি, ভেজাল খাদ্য, দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্ম-পরিকল্পনা পূরণে বিভিন্ন অধিদপ্তরসমূহের কার্যক্রমসমূহ এবং জানো প্রকল্পের সম্পৃকতা বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে রির্সোস পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রংপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা: শেখ মো: সাইদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক, ডেপুটি সিভিল সার্জন ডা: কানিজ সাবিহা, সহকারী কমিশনার (ভূমি) (গঙ্গাচড়া) নয়ন কুমার সাহা, গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা: মো: আসিফ ফেরদৌস। প্রশিক্ষণে জানো প্রকল্পের পক্ষে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম রাব্বানী, ম্যানেজার, মাল্টিসেক্টোরাল গভার্নেন্স, জানো প্রকল্প, কেয়ার বাংলাদেশ এবং প্রশিক্ষণটি সঞ্চালনা করেন মারুফ আহ্মেদ, প্রজেক্ট ম্যানেজার জানো প্রকল্প, ইএসডিও।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com