‘’নারীর প্রতি সহিংসতা বন্ধ কর, সমঅধিকার নিশ্চিত কর’’ এই স্লোগান সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ থেকে লিগ্যাল এইড উপ পরিষদ ও বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার কার্যালয়ে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ। নারীর প্রতি সহিংসতা,নারী নির্যাতন, ধর্ষণ, ধর্ষণের পর গুম, খুন,রাস্তায়, স্কুল কলেজ, অফিসে ইভটিজিংসহ বিভিন্ন পারিবারিক কলোহে নারীদের চরম পরিস্থিতির স্বীকার হতে হয়। তাই নারীদের সামাজিক মর্যাদায় সমঅধিকার নিশ্চিত করা ও বিভিন্ন পরিস্থিতিতে নারীর প্রতি সহিংসতা বন্ধ করার দাবী জানান সংবাদ সন্মেলনে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা, লিগ্যাল এইড এর সম্পাদক নিয়াজ আক্তার, কার্যকরী সদস্য বিথী বেগম, সাংবাদিক শামীম আল সাম্য, কায়সার প্লাবন, এসএম বিপ্লব ইসলাম, ফারহান শেখ, আমিনুর রহমান,ফয়সাল জনি,নাজিম আহমেদ রানা,সুমন মন্ডল, শামীম মিয়া, ওবায়দুল ইসলাম, সুমন মিয়া, রামিম প্রমুখ। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রিক্তু প্রসাদ।