বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

আজ তৃতীয় ধাপে ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন

হারুন-উর-রশীদ ফুলবাড়ী (দিনাজপুর) :
  • আপডেট সময় শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

ভোটারদের ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে আনন্দঘন পরিবেশে ও প্রশাসনের কড়া নজরদারির মধ্যদিয়ে আজ ২৮ নভেম্বর দিনাপুরের ফুলবাড়ীতে সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। গত ২৬ তারিখ রাত ৮টা থেকে সকল প্রকার নির্বাচনী প্রচার প্রচারন বন্ধ হলে ক্ষণ গননা শুরু করেন প্রার্থীরা। গত ১২ নভেম্বর প্রতীক বরাদ্দ পাওয়ার পর টানা ১৪দিন রাত দিন খেটে কঠোর পরিশ্রম করে প্রচার প্রচারনা চালিয়েছেন প্রার্থীরা । প্রচার শেষে কে হবে বিজয়ী, কে হবে পরাজিত তাই নিয়ে উৎকন্ঠা লক্ষ করা যায় সকল প্রার্থীর মাঝে। ভোটারদের মাঝেও চলে কোন গ্রামে কোন প্রার্থী পাবে কত ভোট তাই নিয়ে শেষ পর্যায়ের সমিকরণ। এবার ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নে ৭টি চেয়ারম্যন পদের বিপরিতে ২৬ জন, ২১টি সংরক্ষিত মহিলা সদস্য পদের বিপরিতে ৮৭ জন ও ৬৩টি সাধারন সদস্য পদের বিপরিতে ২১৯ জনসহ মোট ৩৩৩ প্রার্থী এই ভোট যুদ্ধে অংশগ্রহন করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত পৃথক তিন জন রিটার্নিং অফিসারের নিকট তারা এই মনোনয়ন পত্র দাখিল করেন। চেয়ারম্যন পদে মনোনয়ন পত্র দাখিলকারী ২৭ জন প্রার্থীর মধ্যে ১নং এলুয়াড়ী ইউনিয়নে ৩জন, ২নং আলাদিপুর ইউনিয়নে ৪জন, ৩নং কাজিহাল ইউনিয়নে ৪জন, ৪নং বেতদিঘী ইউনিয়নে ৩জন, ৫নং খয়েরবাড়ী ইউনিয়নে ৫জন, ৬নং দৌলতপুর ইউনিয়নে ৪জন ও ৭নং শিবনগর ইউনিয়নে ৪জন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিরোপক্ষ ও গ্রহণযোগ্য করতে উপজেলার সকল পর্যায়ের প্রশাসন তৎপরতা লক্ষ করা যায়। বাংলাদেশ নির্বাচন কমিশনের সিন্ধান্ত মোতাবেক তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবারেই প্রথম নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার কেন্দ্রে সরবরাহ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পরিষদ রির্টানিং অফিসার মোঃ রিয়াজ উদ্দিন বলেন, আমরা নির্বাচন গ্রহণযোগ্য করতে ও সংঘাত এড়াতে প্রশাসনিক পর্যায়ে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছি। প্রতিটি কেন্দ্রে,৫ জন পুলিশ সদস্য, ১৭ আনসার সদস্য এছাও ৩ প্লাটুন বিজিবি সদস্য, ১৪জন নির্বাহী ম্যাজিস্ট্রে, ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে,মোতায়ন করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের অন্যায় অনিয়োম মেনে নেওয়া হবে না। উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা মোঃ হাসানুল মোবিন বলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফুলবাড়ী সার্কেল মোঃ আসাদুজ্জামান বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমাদের পুলিশ সদস্যদের পাশাপাশি দুই জন অতিরিক্ত পুলিশ সুপার,ইউনিয়ন পর্যায় ৭জন করে ইউনিক ফোর্স ঢহল দিবেন এছাড়াও প্রতিটি ইউনিয়নে ১২ জন করে স্ট্রাইক ফোর্স ঢহল দিবেন। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মোঃ ওয়াজেদ আলী বলেন, ভোট সুশৃঙ্খল করতে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং ্ এজেন্ট, যথাযথ ভাবে যাচাই বাছাই করে কেন্দ্রে গুলোতে নিয়োগ দেওয়া হয়েছে। ব্যালট বক্স গতকাল পাঠানো হলেও আজ সকালে ব্যালট পেপার বিতরণ করা হবে। সকল প্রকার অপ্রীতিকর পরিস্থিতি নিয়েন্ত্রনে প্রশাসনের সাথে ভোট কন্ট্রলরুমের সাথে যোগাযোগ নিরবিচ্ছিন্ন রাখা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com