গাজীপুরের কালিয়াকৈরে ৩য় ধাপের পৌরসভা ও ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ সুষ্ঠ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভা ও ইউনিয়নে একযোগে শান্তিপূর্ণ ভোট গ্রহণ করা হয়। এবারই প্রথম এ পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়েছে। নির্বাচন অফিস ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী সূত্রে জানা যায়, ৩য় ধাপে কালিয়াকৈর পৌরসভা এবং উপজেলার ফুলবাড়িয়া, চাপাইর, বোয়ালী, মধ্যপাড়া, আটাবহ, ঢালজোড়া ও সূত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত মহিলা পদে ২৭ জন ও সাধারন কাউন্সিলর পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় মোট ভোটার ৯৫ হাজার ৪৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৮ হাজার ৫০১ জন ও মহিলা ভোটার ৪৬ হাজার ৯৩৪ জন। অপর দিকে ৭টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৩২ জন, সংরক্ষিত মহিলা পদে ৬৬ জন ও সাধারন আসন পদে ২৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ওই ইউনিয়নগুলোতে মোট ভোটার ১ লাখ ৬৬ হাজার ৭১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৪ হাজার ২৫৩ জন ও মহিলা ভোটার ৮৪ হাজার ২৫৩ জন। গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভা ইভিএম ও ইউনিয়নে ব্যালটের মাধ্যমে একযোগে শান্তিপূর্ণ ভোট গ্রহণ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনার কাজ চলছে। গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, পৌরসভার ৪১টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতি ও ৭টি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে অবাধ, সুষ্ঠ ভোট গ্রহণ হয়েছে। তবে এ নির্বাচনকে কেন্দ্র করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।