মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী আর নেই সংস্কারে সরকারকে সহযোগিতা করা হবে যেন ১৮ মাসের মধ্যে নির্বাচন হতে পারে: সেনাপ্রধান দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাথে বিএনপির বৈঠক টাকা ছাপালে সাময়িক স্বস্তি মিলবে, সমস্যার সমাধান হবে না: গভর্নর নতুন নারী প্রধানমন্ত্রী পেল শ্রীলঙ্কা চকরিয়ায় যৌথবাহিনীর অভিযান চলাকালে সন্ত্রাসী হামলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন নিহত মানিকগঞ্জে প্রতিবন্ধিতা বিষয়ক সভা নকলার নবাগত ওসিকে জামায়াতের ফুলেল শুভেচ্ছা পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু’র বিরুদ্ধে নানা ধরনের অপ্রপ্রচারের অভিযোগ শ্রীমঙ্গলে মিটার টেম্পারিং করে গ্যাস চুরির দায়ে মেরিগোল্ড সিএনজি পাম্প থেকে সংযোগ বিচ্ছিন্ন

কালিয়াকৈরে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

গাজীপুরের কালিয়াকৈরে ৩য় ধাপের পৌরসভা ও ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ সুষ্ঠ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভা ও ইউনিয়নে একযোগে শান্তিপূর্ণ ভোট গ্রহণ করা হয়। এবারই প্রথম এ পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়েছে। নির্বাচন অফিস ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী সূত্রে জানা যায়, ৩য় ধাপে কালিয়াকৈর পৌরসভা এবং উপজেলার ফুলবাড়িয়া, চাপাইর, বোয়ালী, মধ্যপাড়া, আটাবহ, ঢালজোড়া ও সূত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত মহিলা পদে ২৭ জন ও সাধারন কাউন্সিলর পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় মোট ভোটার ৯৫ হাজার ৪৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৮ হাজার ৫০১ জন ও মহিলা ভোটার ৪৬ হাজার ৯৩৪ জন। অপর দিকে ৭টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৩২ জন, সংরক্ষিত মহিলা পদে ৬৬ জন ও সাধারন আসন পদে ২৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ওই ইউনিয়নগুলোতে মোট ভোটার ১ লাখ ৬৬ হাজার ৭১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৪ হাজার ২৫৩ জন ও মহিলা ভোটার ৮৪ হাজার ২৫৩ জন। গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভা ইভিএম ও ইউনিয়নে ব্যালটের মাধ্যমে একযোগে শান্তিপূর্ণ ভোট গ্রহণ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনার কাজ চলছে। গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, পৌরসভার ৪১টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতি ও ৭টি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে অবাধ, সুষ্ঠ ভোট গ্রহণ হয়েছে। তবে এ নির্বাচনকে কেন্দ্র করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com