সাবেক প্রধানমন্ত্রী মাদার অব ডেমোক্রেসী,বি,এন,পি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার ২৫ নভেম্বর সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করেন জাতীয়তাবাদী যুবদল জামালপুর জেলা শাখা।জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও শহর যুবদলের সাবেক সফল আহবায়ক, ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন ভাই। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম খান সজিব, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, শহর বিএনপির সদস্য সচিব শাহ আব্দুল্লাহ আল-মাসুদ, জেলা যুবদেলর সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসান সয়োরার মন্জু, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাক, জেলা সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্নেল, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মন্জুরুল করিম মন্জু, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান,আনোয়ারুজ্জামান লিটন, এনামুল হক স্বপন, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক আতিকুর রহমান লিটন, তথ্য ও গবেযনা বিযয়ক সম্পাদক রাজু আাকন্দ, শহর বিএনপি যুগ্ন-আহবায়ক তরুন হাসান কাজল,জেলা ছাএদলের সভাপতি মোঃ সোহেলরানা খান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনজরুল করিম (সুমন) সহ যুবদল ও বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।প্রথান অতিথির বক্তব্যে বলেন আজকের আবেদন সারা বাংলাদেশের মানুষের আবেদন পরিণত হয়েছে।বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা হোক সারা বাংলাদেশের মানুষ চাই।কিন্তু সরকার কোন কর্নপাত করছে না ।গতকাল আমরা লক্ষ্য করেছি এই সরকারের তথ্যমন্ত্রী একটি কথা বলেছে বেগম খালেদা জিয়াকে বিদেশ যেতে দিলে তিনি লন্ডনে বসে এদেশের রাজনীতি করবেন।আমরা বলতে চাই বেগম খালেদা জিয়া চিকিৎসা নিয়ে রাজনীতি করছিনা ।বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার রাজনীতি করছে,যে কারণে তথ্যমন্ত্রী এ ধরনের কথা বলতে সাহস পাচ্ছে। আমরা বলতে চাই একজন মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন নীরবে মেনে নেবে মনে করার কোন কারণ নাই।বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।এই কর্মসূচির সাথে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ,আমরা বলতে চাই সরকার তারপরেও যদি কর্ণপাত না করে চূড়ান্ত আন্দোলনে যাওয়া ছাড়া কোন বিকল্প নাই।