সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১২:৩২ অপরাহ্ন

আয়মারসূলপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম বেনুর জনপ্রিয়তা বেড়েছে

আব্দুল কাইয়ুম জয়পুরহাট :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

জয়পুরহাটের পাঁচবিবিতে জনপ্রিয়তার শীর্ষে আয়মা রসূলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল আলম বেনু। চেয়ারম্যান থাকাকালীন গত ৫ বছরে তিনি সরকারের বরাদ্দকৃত সকল বাজেট বাস্তবায়ন করেছেন এবং এখনো চলমান রয়েছে। যেমন রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, ইউপি কমপ্লেক্স ভবন, ইউনিয়ন ভূমি অফিস নির্মান, ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎতায়ন, ভিজিডি, ভিজিএফ, বয়স্কভাতা, বিধবা ভাতা, গর্ভকালীন ভাতা সহ কোটি কোটি টাকার বিভিন্ন খাদ্য বান্ধব কর্মসূচির কাজ করে তার ইউনিয়নবাসীর মাঝে এ জনপ্রিয়তা ও ভালোবাসা অর্জন করেছেন। দৈনিক খবরপত্র পত্রিকার প্রতিনিধি কে চেয়ারম্যান জাহিদুল আলম বেনু তার উন্নয়নের চিত্রগুলি তুলে ধরেন। তার উল্লেখযোগ্য উন্নয়নগুলো হচ্ছে, হাজী ময়েনউদ্দিন উচ্চ বিদ্যালয় নির্মান, মালিদহ বিদ্যালয় নির্মাণ, আগাইর বালিকা বিদ্যালয় নির্মাণ,বড়মানিক মাদ্রাসার ৪তলা ভবন নির্মাণ,ছোটমানিক মাদ্রাসা ভবন নির্মাণ, মৃধাপাড়া প্রাইমারী স্কুল সংস্কার, বড়মানিক উচ্চ বিদ্যালয়ে ব্রেঞ্চ সরবরাহ, রসূলপুর প্রাইমারী স্কুল সংস্কার, বুধইল মাদ্রাসা সংস্কার, আয়মারসূলপুর বালিকা বিদ্যালয় সংস্কার, লকমা দরগাঘাটের ব্রীজ নির্মাণ, কড়িয়া টু লকমা হয়ে সাতবাড়িয়া রাস্তা নির্মাণ, কড়িয়া বাজার থেকে কদমতলা রাস্তা নির্মাণ, কড়িয়া বাজারের মার্কেট নির্মাণ, কড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সংস্কার কাজ, রামনগর লাল ব্রীজ হতে রামনগর রাস্তা নির্মাণ, পাকুড়তলী (কেশবপুুর) রাস্তা ইট দ্বারা সলিং, কেশবপুর রশিদ মেম্বারের বাড়ী রাস্তা নির্মাণ, বড়মানিক গদাইগাড়ী রাস্তা নির্মাণ, ইউনিয়ন পরিষদ হতে কুয়াতপুর রাস্তা পাকা করন, মহিরের মোড় হতে দামোদরপুর রাস্তা নির্মাণ, আরজি অনন্তপুুর রাস্তা নির্মাণ, শিমুলতলী টু শালপাড়া রাস্তা পাকা করন এবং দুইপাশে গাছ লাগানো, শিমুলতলী টু মাধবপুর রাস্তা নির্মাণ, জামালপুর টু কুতুবপুর রাস্তা নির্মাণ, নজিপুর ব্রীজ ও কদুবাড়ী বড় ব্রীজ নির্মাণ, কড়িয়া হাজীপাড়া ব্রীজ নির্মাণ, আরজি অনন্তপুর চিরি নদীর উপর ব্রীজ নির্মাণ, বুধইল ব্রীজ নির্মাণ, রাম দুলালের ঘাটের উপর ব্রীজ নির্মাণ, করিম নগর ব্রীজ নির্মাণ, নতুন ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণ, রসূলপুর টু হাবিব মেম্বারের বাড়ী হতে কবিরের ঘাট ও হজরত মেম্বারের বাড়ী হতে মৃধাপাড়া পর্যন্ত বড় প্যালাসাইডিং নির্মাণ, ইউনিয়নের শতভাগ বিদ্যুৎ ব্যবস্থা, বিভিন্ন ওয়ার্ডে মোড়ে মোড়ে সোলার প্যানেল দ্বারা বিদ্যুৎ ব্যবস্থা, ইউনিয়নের সকল কমিউনিটি ক্লিনিকে বাউন্ডারী ওয়াল নির্মাণ, পানি নিষ্কাষনের জন্য বিভিন্ন ওয়ার্ডে ২০টি ড্রেন নির্মাণ, ইউনিয়নের বিভিন্ন ওয়াডে জনদুর্ভোগ কমানোর জন্য ৩০টি প্যালাসাইডিং ও গাইড ওয়াল নির্মাণ, নতুন ভূমি অফিস নির্মাণ ও আয়মা রসূলপুর ইউনিয়নে ১ কোটি টাকা ব্যয়ে বায়তুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদ নির্মাণ করা হয়। এছাড়া ও বিভিন্ন ওয়ার্ড সংযোগে ছোট রাস্তা ৭০টি নির্মাণ করা হয়। তিনি আরো জানান,আয়াম রসূলপুর ইউনিয়নের আইন শৃঙ্খলা ব্যাপক উন্নতি হয়েছে। তেমন কোনো মামলা মোর্কদমা নেই, সরেজমিনে গিয়ে জানা যায়, পশ্চিম কড়িয়া গ্রামের আমজাদ হোসেন ও খাসবাট্রা গ্রামের হাসান শহিদ সুকন বলেন, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল আলম বেনু থাকায় মনে হয় আমরা মায়ের কোলে আছি। কারন এলাকায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজী, ছিনতাই, চুরি-ডাকাতি নাই। মাদক ব্যবসাও বন্ধ হয়ে গেছে। গ্রাম্য আদালতে বিচার ব্যবস্থা আমাদের আস্থা ফিরিয়ে এনেছে। এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। তার এ কাজের যোগ্যতায় তিনি পুনরায় নির্বাচিত হবেন বলে আমাদের বিশ্বাস।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com