বাংলাদেশ সরকারের সঠিক দিক নিদের্শনায় আজকে ঘুরে দাড়িয়েছে বাংলাদেশের চা শিল্প। এ কারণে বাংলাদেশ আজ বিশ্বের চা রফতানিকারক দেশের তালিকায় নিজের অবস্থান গড়ে নিয়েছে। বর্তমানে দেশে ১৬৭টি বাগানে উন্নতমানের চা উৎপাদিত হচ্ছে। চলতি মৌসুমের ১০ মাসেই উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে।
বাংলাদেশ উৎপাদনের এ ধারা অব্যাহত থাকলে ১ লাখ মিলিয়ন কেজি চা উৎপাদন ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করা হচ্ছে। চলতি মৌসুমে দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছিল ৭৭ হাজার ৭৮০ মিলিয়ন কেজি। তা ছাড়িয়ে চলতি অক্টোবরের মধ্যে উৎপাদন হয়েছে ৭৯ হাজার ৩৩৩ মিলিয়ন কেজি। অবশিষ্ট নভেম্বর ও ডিসেম্বরে উৎপাদন যোগ হলে ১ লাখ মিলিয়ন কেজি চায়ের উৎপাদন ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করা হচ্ছে। বিভিন্ন সময়ে সরকারের দেয়া নিদের্শনার আলোকে ও বাংলাদেশ চা বোর্ডের সরাসরি তত্ত্বাবধানে দেশের ১৬৭ চা বাগানে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে, একইসাথে চা উৎপাদনে নতুন নুতন রেকর্ড গড়ছে বাংলাদেশ।