সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন

বোয়ালমারীতে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহের উদ্বোধন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

ফরিদপুরের বোয়ালমারীতে সরকারিভাবে আমন মৌসুমের ধান চাল সংগ্রহ শুরু হয়েছে। বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ধান-চাল সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মো. রেজাউল করিম বৃহস্পতিবার (২ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে বোয়ালমারী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন। বোয়ালমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রিজাউল হক জানান, চলতি আমন মৌসুমে ৮১৬ মেট্রিক টন ধান ও ১৩১০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। ওই ধান ও চাল সংগ্রহে প্রতি কেজির দাম দেওয়া হবে যথাক্রমে ২৭ টাকা ও ৪০ টাকা। জানা যায়, বোয়ালমারী উপজেলায় ৮৩২ জন কৃষক এপসের মাধ্যমে আবেদন করেছিলেন। লটারির মাধ্যমে ২৭২ জন কৃষক মনোনীত হয়েছেন। প্রত্যেক কৃষক তিন মেট্রিক টন করে ধান অথবা চাল সরবরাহ করবেন। চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. রিজাউল হক, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) মো. মাসুদুর রহমান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রাকিবুল হাসান, সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার, যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর অপু, কৃষক মিনজার বিশ্বাসসহ বেশ কিছু কৃষক। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ধান-চাল সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মো. রেজাউল করিম তার বক্তৃতায় বলেন, ডিজিটাল এপসের মাধ্যমে ধান-চাল সংগ্রহের পুরো প্রক্রিয়াটি পরিচালিত। এটা একটা ভালো উদ্যোগ। উপজেলার ২৭২ জন কৃষক লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছেন। এ সময় ইউএনও মো. রেজাউল করিম উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের শ্রমের দ্বারা, ঘামের দ্বারা কৃষিকে বাঁচিয়ে রেখেছেন। আমরা জানি, আপনারা ন্যায্যমূল্য পেলে কৃষিকাজে অনুপ্রাণিত হবেন। আপনাদের কাজ একটি শিল্প। আপনারা কৃষি কাজকে ছোট মনে করবেন না। কৃষিতে সাফল্য মিললেই দেশ সমৃদ্ধ হবে। প্রসঙ্গত এই প্রথম কৃষকের এনআইডি কার্ড দিয়ে ডিজিটাল এপসের মাধ্যমে আবেদনের ভিত্তিতে ধান-চাল সংগ্রহ করা হচ্ছে। সারা দেশের ২৫০টি উপজেলায় পাইলট প্রোগ্রামের মাধ্যমে ডিজিটালভাবে ধান-চাল সংগ্রহের এই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com