সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০২:১৯ অপরাহ্ন

চরফ্যাসন উন্নয়নে শহরের সব সুবিধা দিচ্ছে-এমপি জ্যাকব

অশোক সাহা চরফ্যাসন :
  • আপডেট সময় শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, যদি দেখতে চাও উন্নয়ন চলে আসুন চরফ্যাশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গ্রাম হবে শহর। সরকার গ্রামের মানুষকে শহরের সুবিধা দিচ্ছে। চরফ্যাশন শহরে বাস্তবে রুপ নিয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির অভিষেক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা তিনি এসব কথা বলেন। বিএনপি প্রসঙ্গে সাবেক উপমন্ত্রী জ্যাকব বলেন, বিএনপি উন্নয়ন করতে যানে না। হত্যাযজ্ঞসহ নানা অপরাধে ধ্বংস করতে যানে। জমিয়াতুল মোদার্রেছীন এর সাধারণ সম্পাদক অধ্যাপক সাংবাদিক কামরুজ্জামান এর সঞ্চালনায় ৭০টি দাখিল, আলীম ও ফাজিল মাদ্রাসার শিক্ষকদের উদ্দ্যেশে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম উন্নয়ন ও মানুষের কল্যানে কাজ করে। আমি যদি এই দুটো কাজ করে থাকি তাহলে আপনারা আমাকে সমর্থন বা ভোট দিবেন। ভোট না দিলে কিয়ামতে দিন আল্লাহ কাছে জবাব দিহিতা করতে হবে। আপনাদের একাধিক মাদ্রাসাকে ৪তলা ভবন নির্মাণ করে দিয়েছি। জমিয়াতুল মোদার্রেছীনের অফিস কার্যলয়ের জন্য ২০লাখ টাকা দিয়েছি। তবুও যদি আপনারা আমাকে ভুলে যান তাহলে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। জমিয়াতুল মোদার্রেছীন সভাপতি অধ্যক্ষ মূঈন্দ্দুীন এর সভাপতিত্বে জ্যাকব আরো বলেন, আমার পিতাকে এই আসনের মানুষ বার বার ভোট দিয়ে এমপি বানিয়েছেন। বিএনপি ক্ষমতা থাকায় এমপি থেকে স্বপ্ন অনুযায়ী এ অঞ্চলের উন্নয়ন করতে পারেনি। আমি এমপি হয়ে এই অঞ্চলের মানুষ ১০০বছরেও যে উন্নয়নের কথা চিন্তা করেনি আমি তা মাত্র ১২বছরের উন্নয়ন করে দেখিয়ে দিয়েছি। বিএনপি প্রধানমন্ত্রী খালেদা জিয়া চরফ্যাশনে এসে ওয়াদা দেয়া লঞ্চলাইন চালু এবং চরফ্যাশন কলেজকে সরকারি করতে পারেনি। আমি এমপি হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে লঞ্চ লাইন চালু করে সেই কলেজ সরকারি করণ করেছি। এর আগের দিন নৌবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা নৌপরিবহণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, চরফ্যাশনের সব সেক্টরে যে পরিমাণ উন্নয়ন দেখেছি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে এই সকল উন্নয়নের কথা উপস্থাপন করব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com