মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
কুড়িগ্রামে দুফসলি থেকে তিন ফসলি জমি করতে সরিষা চাষে ঝুঁকছে কৃষক চকরিয়ায় গোয়ারফাঁড়ি শাখা খাল দখলে নিয়ে অবৈধ স্থাপনা তৈরির হিড়িক চার লক্ষ মানুষের বিপরীতে একমাত্র সরকারি হাসপাতাল ভঙ্গুর অবস্থায় মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষনা করায় সাটুরিয়া বিএনপির আনন্দ মিছিল শালিখায় জাসাস এর ২২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলা, থানায় জিডি পাঁচবিবিতে ড্রেনের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও মিলাদ প্রত্যন্ত এলাকার অপরাধ দমনে গ্রাম পুলিশদের ভূমিকা গুরুত্বপূর্ণ-এসপি শরীফুল হক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লামায় বিএনপির সমাবেশ

টঙ্গীতে নিরাপদ সড়কের দাবীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বশির আলম (টঙ্গী) গাজীপুর :
  • আপডেট সময় শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

সারা দেশে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত ও নিরাপদ সড়ক দাবিতে গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে পুলিশের আশ্বাসে সড়ক ছাড়েন তারা। শনিবার সকাল সাড়ে ১০টায় কলেজ গেইট এলাকায় সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরমুখী সড়ক অবরোধ করেন। এসময় ওই সড়কে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে বেলা ১১টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দেন। তবে শিক্ষার্থীরা মহাসড়কের পাশেই অবস্থান নিয়ে হাফ ভাড়ার দাবিতে বিক্ষোভ করে। দুপুর ১২টার দিকে সেখান থেকেও সরে যায় শিক্ষার্থীরা। টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম বলেন, শিক্ষার্থীরা সারা দেশের গণপরিবহনে হাফ ভাড়া নিশ্চিত করার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আমরা তাদেরকে আশ্বাস দিয়েছি বিষয়টি সরকারের উচ্চ পর্যায় থেকে সমাধান করা হবে। তিনি বলেন, সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার পর যানচলাচল স্বাভাবিক হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থী রাকিবুল হাসান বলেন, ঢাকার শিক্ষার্থীদের জন্য হাফ পাস, অথচ সারা দেশের শিক্ষার্থীরা পূর্ণ ভাড়া দেবে, এটা হতে পারে না। এক দেশে দুই নীতি কেন? ঢাকার মতো সারা দেশেও গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর করতে হবে। আসিফ নামে এক শিক্ষার্থী বলেন, প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে শিক্ষার্থীরা। লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি এসব দুর্ঘটনার প্রধান কারণ। এ ছাড়া বিভিন্ন সময়ে আমরা স্কুলের সামনে মহাসড়কে ফুটওভার ব্রিজের দাবি করে আসছিলাম। কিন্তু আজও আমাদের সেই দাবি পূরণ করা হয়নি। তাই আমরা আন্দোলনে নেমেছি। শিক্ষার্থী সাদাফ বলেন, সারা দেশে গণপরিবহনে হাফ ভাড়ার পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা লাগাতার আন্দোলনের কর্মসূচি দেবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) মোহাম্মদ ইলতুৎ মিশ ঘটনাস্থলে আসেন। পরে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় শিক্ষার্থীদের দাবিগুলো সরকারের উচ্চপর্যায়ে জানানোর আশ্বাস দিলে বেলা ১টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে চলে যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী জোনের সহকারী কমিশনার পিযুষ দে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে আমরা নজরদারি রাখছি। পরে শিক্ষার্থী পরিচয়ে কেউ আন্দোলনে নামলে আইডি কার্ড বা পরিচয়পত্র যাচাই করা হবে। রাজধানী ঢাকায় নিরাপদ সড়ক, গণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে দীর্ঘদিন থেকেই বিক্ষোভ চলছে। দাবির মুখে সরকার বিআরটিসির সব বাসে হাফ ভাড়ার বিষয়টি নিশ্চিত করার কথা জানায়। পরে বাস মালিক সমিতিও রাজধানীতে বাসে শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখানোসহ কয়েকটি শর্তে হাফ ভাড়া কার্যকর করে। তবে সারা দেশের শিক্ষার্থীদের জন্যই হাফ ভাড়া দাবিতে দেশের বিভিন্ন স্থানে এরপর থেকেই বিক্ষোভ চলছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com