সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন

ধনবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ ফজলুল হক মনির জন্মদিন উদযাপন

জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল :
  • আপডেট সময় রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন আজ শনিবার। ১৯৩৯ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কাল রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকের বুলেটে শহীদ হন তিনি। সেদিন তার সঙ্গে অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম সামছুন্নেছা আরজু মনিকেও নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা। ?টাঙ্গাইলের ধনবাড়ী তে নানা কর্মসূচির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা সাংবাদিক কলামিস্ট চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন গতকাল ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ এর কার্যালয়ে পালিত হয়েছে। দিনটি উপলক্ষে ধনবাড়ী যুবলীগের উদ্যোগে শেখ ফজলুল হক মনির রুহের মাগফেরাতের জন্য এক দোয়া মাহফিলের আয়োজন করাহয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ধনবাড়ী নওয়াব শাহী জামে মসজিদের পেশ ইমাম, মোহাম্মদ ইদ্রিস হোসাইন। এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, ধনবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি, মোঃ সাখাওয়াত হোসেন ধনবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক, মোঃ শামসুল আলম সিনিয়র সহ-সভাপতি ধনবাড়ী উপজেলা যুবলীগ ধনবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নাসিরুজ্জামান মিলন, যুগ্মসাধারণ সম্পাদক শামসুল আলম পাভেল সাংগঠনিক সম্পাদক নাহিদ আল ওয়ালিদ এসময়, সকলের উদ্দেশ্যে বক্তব্যে ইকবাল হোসেন তালুকদার বলেন, শহীদ শেখ ফজলুল হক মনি কখনো সত্য প্রকাশে দ্বিধা করেননি, তিনি সাংবাদিক কলামিস্ট ছিলেন। লেখনীর মাধ্যমে জাতি গঠনে ভূমিকা রাখার পাশাপাশি মুজিববাদের কার্যক্রম তুলে ধরেছেন তিনি। জাতি গঠনে যুব সমাজকে কিভাবে নিয়োজিত করা যায়, লেখনীর মাধ্যমে তিনি যেসব নির্দেশনা রেখে গেছেন সেগুলো যুবসমাজের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। ধনবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রাজনীতি হলো ভালোবাসার মাধ্যম মানুষকে সেবা করার মাধ্যম। আমার নেতা বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ড.মোঃ আব্দুর রাজ্জাক সবসময়ই বলেন সেবা করে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। যারা কুকর্মের সাথে জড়িত তাদের রাজনীতি করা দরকার নেই। বলে তার বক্তব্য শেষ করেন। এ সময় ধনবাড়ী উপজেলা বিভিন্ন আওয়ামী লীগ, যুবলীগের কর্মী উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com