ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অটো-রিক্সা। মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ হলেও মিরসরাইয়ে যেন এর ব্যতিক্রম। এতে করে দুর্ঘটনা বাড়ার পাশাপাশি হচ্ছে বিদ্যুতের অপচয়। সরেজমিনে দেখা যায়, মহাসড়ক সংশ্লিষ্ট বাজারগুলোতে ব্যাটারচালিত অটো-রিক্সার আনাগোনা বেশী। ইউটার্ন ব্যবহার না করে উল্টোপথে চলার কারণে ঘটছে দুর্ঘটনা। রবিবার সকালে মহাসড়কের বারৈয়ারহাট পৌরসভার দক্ষিণ পাশের ইউটার্নে একসাথে চলছে ১০-১৫টি ব্যাটারিচালিত অটোরিকশা। এর আগে, শনিবার সকালে উক্ত ইউটার্নে চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী মাইক্রোবাস সামনে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দুটি অটোরিকশার সাথে ধাক্কা লাগে। এতে অটোরিকশা দুটি দুমড়ে-মুচড়ে গিয়ে দুই চালক গুরুতর আহত হন। এছাড়াও শুক্রবার সকালে মহাসড়কের বড়তাকিয়া রেল স্টেশন সড়কের মুখে দেখা যায়, ২০ মিনিটের মধ্যে মহাসড়কের উভয় লেইনে বড়তাকিয়া বাজার থেকে প্রায় ৮-১০ ব্যাটারিচালিত অটো-রিক্সা যাতায়াত করেছে। মহাসড়কে ইউটার্ন দেড় থেকে দুই কিলোমিটার দূরে হওয়ায় তারা একই পথে আসা যাওয়া করে। সর্বশেষ গত ০২ ডিসেম্বর দুপুরে বড়তাকিয়া এলাকায় ব্যাটারিচালিত অটো-রিক্সা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়েছে। মহাসড়কে ব্যাটারিচালিত অটো-রিক্সা ছাড়াও বাড়ছে ঝুকিপূর্ণ যন্ত্রচালিত নসিমন করিমনের চলাচল। ব্যাটারিচালিত অটো-রিক্সার দাম কম ও ভাড়া বেশী হওয়ায় অনেকে এটিকে নতুন ব্যবসা হিসেবে নিয়েছে। এতে করে সড়ক দুর্ঘটনার পাশাপাশি নষ্ট হচ্ছে দেশের মূল্যবান সম্পদ বিদ্যুৎ। বারইয়াহাট পৌর বাজার, মিরসরাই পৌর বাজার, বড়তাকিয়া বাজার, নিজাপুর বাজারে মহাসড়কের উপরেই পার্কিংয়ে রাখা হয় ব্যাটারিচালিত অটো-রিক্সা। মহাসড়ক ছাড়াও উপজেলার বারইয়াহাট-রামগড় সড়ক, বারইয়াহাট-শান্তিরহাট সড়ক, মিঠাছড়া-বামনসুন্দর দারোগাহাট সড়ক, ঠাকুর দিঘী-ঝুলনপোল সড়ক, জোরারগঞ্জ-আবুরহাট সড়ক, জোরারগঞ্জ-টেকেরহাট সড়ক, মিরসরাই পৌর বাজার-কালামিয়ার দোকান, মিরসরাই পৌরসভার-ব্র্যাক খামার, নিজামপুর-ভোরেরবাজার সড়ক, বড়তাকিয়া-আবুতোরাব সড়ক, বড়দারোগাহাট-কমর আলী সড়কে এসব গাড়িগুলো বেশি চলাচল করে বলে জানা গেছে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ইনচার্জ একেএম শরফুদ্দিন বলেন, মহাসড়কে ব্যাটারিচালিত অটো-রিক্সা বন্ধে আমরা সজাগ রয়েছি। আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করতেছি। মহাসড়কের অবৈধ যান চলাচল বন্ধে তদারকি বাড়ানো হবে বলে জানান তিনি।