সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:১৬ অপরাহ্ন

বদরগঞ্জে সেনাবাহিনী কর্তৃক তৈরিকৃত আবাসন প্রকল্প হস্তান্তর

মাহফিজুল ইসলাম রিপন বদরগঞ্জ :
  • আপডেট সময় রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

রংপুরের বদরগঞ্জে দীর্ঘ প্রতিক্ষার পর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় উপজেলার কুতুবপুর ইউনিয়নের রোস্তমাবাদ আশ্রয়ন প্রকল্প বেসামরিক প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়। ২০২০-২০২১ অর্থ বৎসরে রোস্তমাবাদ প্রকল্পে ৫ ইউনিট বিশিষ্ট ৮টি সেমি পাকা ব্যারাক নির্মাণের লক্ষ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রহমান ট্রেডার্সের সাথে চুক্তিনামা সম্পাদিত হওয়ার পর। ৬৬পদাতিক ডিভিশনের নির্দেশক্রমে ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসসি, কমান্ডার, ১৬ পদাতিক ব্রিগেডের সার্বিক নির্দেশনা মোতাবেক সুদৃঢ় ছত্রিশ এর তত্ত্বাবধানে ৩মাসের মধ্যে ব্যারাক হাউজ নির্মাণ কাজ সম্পন্ন হয়। এরপর গতকাল রবিবার সকালে আবাসন প্রকল্প (৫ইউনিট ৮টি সেমি পাকা ব্যারাক) বদরগঞ্জ উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়। ফরমেশন কর্তৃক গঠিত তদারকি পর্ষদের সভাপতি লেঃ কর্ণেল একেএম রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়নকারী ইউনিটের অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল ইমরান, পিএসসি, অধিনায়ক ৪হর্স ও পর্ষদের নেতৃবৃন্দ, বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আতিয়ার রহমান দুলু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা প্রশাসন কর্তৃক প্রয়োজনীয় বাছাই সাপেক্ষে সুবিধা বঞ্চিতদের মাঝে হস্তান্তর করা হবে বলে উপজেলা কর্মকর্তা আশ^াস প্রদান করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com