স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিবশতবর্ষ উপলক্ষে জেলা লেডিসক্লাবের পক্ষ হতে দু’জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়েছে। ৪ ডিসেম্বর শনিবার সন্ধা ৬ টায় পৌর শহরের কালেক্টরেট ইনোভেটিভ স্কুল কক্ষে হুইল চেয়ার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোমিনুর রশীদের সহধর্মীনি জান্নাতুল ফেরদৌস প্রিয়া। এসময় অন্যানোদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহনাজ ফেরদৌস (সদস্য সচিব), পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীর সহধর্মীনি কাজী মোনালিসা মারিয়া, রেভিনিউ ডেপুটি কালেক্টরের সহধর্মীনি সুপ্তি মৃী, নেজারত ডেপুটি কালেক্টরের সহধর্মীনি সায়লাবা জাহান পরবী, ঝিনাইগাতি ইউএনওর সহধর্মীনি আফিয়া আনজুম নাবীল এবং নকলা সহকারি কমিশনার (ভূমি) সহধর্মীনি ইফতিফা তাসকীন। উপকারভোগী দুজন হলেন, ঝিনাইগাতি উপজেলার ধানশাইল ইউনিয়েন মাহিম(৭) এবং একই উপজেলার কসাইপট্রি গ্রামের কমলা বেগম। এবিষয়ে উপকারভোগী কমলা বেগম জানান, ডিসি সাহেবের সহধর্মীনি প্রিয়া ম্যাডামকে ধন্যবাদ জানাই। কারণ উনার দেওয়া হুইল চেয়ার দিয়ে ঘুরতে পারমু, বেড়াইতে পারমু। আল্লাহ উনারে বাঁচাই রাখুক। এব্যাপারে জেলা লেডিস ক্লাবের সভাপতি জান্নাতুল ফেরদৌস প্রিয়া বলেন, আমরা সমাজের অসহায়, দুঃস্থদের জন্য কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে সবকটি উপজেলায় আমাদের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।