শীতকালীন সবজি ফুলকপির দাম অনেকটাই কমে গেছে দিনাজপুরের হিলি বাজারে। উৎপাদনের শুরুতে যার কেজি ছিলো ১০০ থেকে ১২০ টাকা। বর্তমান সেই ফুলকপি বাজারে বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দরে। দাম কমে যাওয়ায় ক্রয় ক্ষমতা হয়েছে খেটে খাওয়া ও দিনমজুরদের। সোমবার (৬ ডিসেম্বর) সকালে হিলি সবজি বাজার ঘুরে জানা যায়, এলাকায় শীতকালীন সব সবজির পাশাপাশি ফুলকপিরও ফলন ভাল হয়েছে। যার কারণে অন্যান্য সবজির সাথে ফুলকপির দাম কমে গেছে। প্রথমের দিকে যে দাম ছিলো, আজ তার চেয়ে প্রায় ৫ থেকে ৬ গুণ মুল্য কমে গেছে। ২০ থেকে ২২ টাকা পাইকারি দরে কিনছেন সবজি ব্যবসায়ীরা। তা আবার খুচরা বিক্রি করছেন ২৫ টাকা কেজি দরে। কম দামে পাওয়ায় তা ক্রয় করছে সব ধরনের ক্রেতারা। আশরাফুল ইসলাম বলেন, শীতকালে ফুলকপি খেতে খুবি ভাল লাগে, প্রথম প্রথম দামটা অনেক চড়া ছিলো। আজ অনেক দাম কমে গেছে। তাই বড় দেখে এক কেজি ওজনে একটা ফুলকপি নিলাম রিকশাচালক বেলাল হসেন বলেন, ১২০ টাকা কেজি যখন ছিলো, তখন দামের জন্য কিনতে পারিনি। আজ মাত্র ২৫ টাকা কেজি পেলাম, তাই নিলাম। হিলি বাজারের সবজি ব্যবসায়ী সোহেল রানা বলেন, বর্তমান প্রতিটি সবজির দাম কম। তার মধ্যে ফুলকপি প্রায় মানুষের প্রিয় সবজি, তাই কিনার আগ্রহটাও বেশি। দাম কম হওয়ায় কম-বেশি সবাই নিচ্ছে। আমরা ২০ থেকে ২২ টাকা পাইকারি নিয়ে তা ২৫ টাকা কেজি দরে বিক্রি করছি। কৃষকদের এবার ফলন ভাল হয়েছে, আশা করছি আগামীতে আরও দাম কমে যাবে।