গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০৫ জনে। আক্রান্তদের মধ্যে ৪৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বাকি ৬১ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে ৬০ জন গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে ও ১ জন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে কোটালীপাড়া উপজেলায় ১১ জন, কাশিয়ানী উপজেলায় ৫ জন, মুকসুদপুর উপজেলায় ৩ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ১ জন রয়েছে।
তিনি আরও জানান, আক্রান্তদের বাড়িসহ আশেপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া আক্রান্তদের আইসোলেশনে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এমআর/প্রিন্স