শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় গাজী আবজাল হোসেন সভাপতি, ডা. ইয়াকুব আলী পরাজিত

একরামুল হক মুন্সী চিতলমারী (বাগেরহাট) :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

চিতলমারীর বোয়লিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচন

বাগেরহাটের চিতলমারী উপজেলার বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্যেদিয়ে গাজী আবজাল হোসেন সভাপতি নির্বাচিত হয়েছেন। গত ৪ ডিসেম্বর শনিবার ম্যানেজিং কমিটির নির্বাচনে ডাঃ ইয়াকুব আলী মোল্লার প্যানেলকে বিপুল ভোটে হারিয়ে গাজী আফজাল হোসেনের প্যানেল বিজয়ী হয়েছে। ৭ডিসেম্বর বেলা ১টা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান আনুষ্ঠানিক ভাবে বিজয়ী সভাপতির নাম ঘোষনা করেন। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য নিবেদিত ভাবে কাজ করার প্রতিশ্রুতি ও ছাত্র-ছাত্রী অভিভাবক এবং এলাকাবাসির দোয়া ও সহযোগিতা কামনা করেন নবনির্বাচিত সভাপতি গাজী আবজাল হোসেন। নতুন কমিটির সদস্য ও এলাকার সুধীজন এসময় বক্তব্য রাখেন। উল্লেখ্য উপজেলার বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনের জন্য গত ৪ ডিসেম্বর শনিবার ডাঃ ইয়াকুব আলী মোল্লার প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীর সাথে গাজী আফজাল হোসেনের প্যানেলর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ডাঃ ইয়াকুব আলী মোল্লার প্যানেলকে বিপুল ভোটে হারিয়ে গাজী আফজাল হোসেনের প্যানেল বিজয়ী হয়। বিজয়ী সদ্যরা হলেন, চিন্ময় ম-ল, আতিয়ার রসুল শেখ, মো. ফয়জুল হক কাজী, শান্তি রঞ্জন ম-ল, স্বান্তনা বেগম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com