সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫৯ অপরাহ্ন

বিরামপুর পৌর কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

বিরামপুর পৌরসভার সড়ক বাতির লাইন থেকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে সন্ত্রাসী কর্তৃক বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বুধবার (৮ ডিসে:) মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের আয়োজনে মানববন্ধনে পৌরসভার প্যানেল মেয়র আব্দুল আজাদ বকুল, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা ও অ্যাসোসিয়েনর দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নাগরিক সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হামলার শিকার সড়ক বাতি পরিদর্শক মাসুদ করিম জানান, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলীর নির্দেশে গত মঙ্গলবার জোলাগাড়ি গ্রামে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে অবৈধ সংযোগ ব্যবহারকারিরা একজোট হয়ে তাকে সহ অন্যান্য বিদ্যুৎ কর্মচারীদের মারপিট করে আহত করে। পৌরসভার সহকারী প্রকৌশলী (ভার:) ও বিরামপুর পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সোয়েব মোহাম্মদ সজল বলেন, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে রবিবার থেকে বিরামপুর পৌরসভায় কর্মবিরতিসহ অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হবে। বিরামপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান জানান, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। জড়িতদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com