বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

ট্রাক-মিনিট্রাক চালক সমিতির মৃত সদস্যদের পরিবারকে মৃত্যুফান্ড প্রদান

দেলোয়ার হোসেন রশিদী (সাতকানিয়া) চট্টগ্রাম :
  • আপডেট সময় বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারী ট্রাক-মিনিট্রাক চালক সমবায় সমিতি লিঃ ও চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন দোহাজারী উপশাখার যৌথ উদ্যোগে ৫ ডিসেম্বর রবিবার বিকালে সংগঠনের মৃত ৪ সদস্যের পরিবারকে এককালীন মৃত্যুফান্ড প্রদান করা হয়েছে। এ উপলক্ষে দোহাজারি আবুল কাশেম লেদু পেট্রলপাম্প ভবনের দোহাজারী ট্রাক-মিনিট্রাক চালক সমবায় সমিতি লিঃ এর আয়োজনে সংগঠনটির সভাপতি আলহাজ্ব মো. লোকমান হাকিমের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রব। স্বাগত বক্তব্য রাখেন দোহাজারী ট্রাক-মিনিট্রাক চালক সমবায় সমিতি লিঃ সাধারণ সম্পাদক আবু তৈয়্যব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি নুরুল হক নুনু, সহ-সভাপতি মোঃ শাহজাহান, দোহাজারী প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বাবলু, চন্দনাইশের ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন শাখা) কবির উদ্দীন সরকার, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ উপপরিদর্শক জাকির হোসেন, চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মালেক, দোহাজারী ট্রাক-মিনিট্রাক চালক সমবায় সমিতি লিঃ সাবেক সভাপতি দীপক বড়ুয়া। উপস্থিত ছিলেন, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক বিল্লাল হোসেন, চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সহ-সভাপতি নজির আহাম্মদ, কার্যকরী কমিটির নির্বাহী সদস্য নুর মোহাম্মদ নুনু, পদুয়া উপকমিটির সভাপতি মো. মহিউদ্দিন, লোহাগাড়া উপকমিটির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন, কাটগড়-বিওসিরমোড় উপকমিটির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাবেক সহ-সাধারণ সম্পাদক আবু তৈয়্যব, দোহাজারী ট্রাক-মিনিট্রাক চালক সমবায় সমিতি লিঃ কার্যকরী সভাপতি মো. ইউসুফ, সহ-সভাপতি সিরাজুল ইসলাম প্রমূখ। সভা শেষে মৃত্যবরণকারী ৪ সদস্যের মধ্যে ঈদপুকুরিয়ার নজরুল ইসলাম বাচার পরিবারকে ৭৫ হাজার, বারুদখানার আব্দুল জলিলের পরিবারকে ৬৫ হাজার, জামিজুরীর বিমল চন্দ্র দাশের পরিবারকে ৪০ হাজার ও রায়জোয়ারার জসিম উদ্দিনের পরিবারকে ৪০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com