দিনাজপুর ফুলবাড়ী থানার জরুরী কাজে নিয়োজিত দুইটি পিকআপ ভ্যান বহুদিন যাবৎ সম্পূর্ণ বিকল হওয়ায়,ধীর গতিতে চলছে পুলিশি সেবা কার্যক্রম। বৃদ্ধি পাচ্ছে চুরি ও মাদক। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম জানান, বর্তমান যুগে আপরাধের সাথে জড়িত মাদক ও চোরাকারবারিরা আধুনিক যানবাহন ব্যবহার করে তাদের অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে । তাদের আপরাধ নিয়ন্ত্রনে জরুরী প্রয়োজনের মধ্যে পড়ে পুলিশের আধুনিক যানবাহন। য বর্তমানে ফুলবাড়ী থানায় একটিও নাই। আমি এই থানায় প্রায় ৫মাস হলো যোগদান করেছি। এসে শুনেছি এই বছরে গত ৩১ মার্চ আশির দশকের সিঙ্গেল কেবিন পিকআপটি সড়ক দূর্ঘটনায় দুমড়ে মুচড়ে নষ্ট হয়ে গেছে। অপর আর একটি পিকআপ এবছরেই গত ১৪ আগষ্ট চলতে চলতে ইঞ্জিন বিকল হয়ে যায়। যা মেরামত করতে প্রায় ৪ লক্ষ টাকা লাগতে পারে। আমি বিষয়টি আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আমি জানতে পেরেছি পুলিশ হেড কোয়াটর ফুলবাড়ী থানা জন্য একটি পিকআপ বরাদ্দ দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত তা পাওয়া যায় নাই। পিকআপ সংকট হওয়ায় পাবলিকের মিনি ট্রাক দিয়ে টহল কাজ চালানো হচ্ছে। এছাড়াও আমার অফিসারগন নিজ দায়িত্বে নিজের মটরসাইকেল যোগে সকল কার্যক্রম অব্যাহত রেখেছেন। তবে পিকআপ না থাকায় উপজেলা সব এলাকায় পুলিশি সেবা দেওয়া সম্ভব হচ্ছেনা ফলে কিছুটা হলেও অপরাধ প্রবনতা বৃদ্ধি পেয়েছে।