শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন

সরিষা বাম্পার ফলনের আশা করছেন চাটমোহরের কৃষকরা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

শিশির ভেজা শীতের সকাল। চারিদিকে কুয়াশার চাদরে ঢাকা চলনবিলের বিস্তৃত ফসলের মাঠ।
হেমন্তের ফসল তুলতে না তুলতেই শীতের আগমনে সরিষার হলুদ ফুলে ভরে গেছে পাবনা চাটমোহরের চলন বিলের মাঠ। চির সবুজের বুকে এ যেনো কাচা হলুদের আলপনা। যেদিকে চোখ যায় সেদিকেই যেনো ফুলের মেলা। ফুলে ফুলে মৌমাছি মধু আহরণ করছে। চারিদিকে প্রকৃতির বুকে সুন্দরের আগুন। প্রকৃতি সেজেছে অপরূপ সৌন্দর্যের নান্দনিক রূপে।
এক সময় বিলের হাজার হাজার হেক্টর নিচু জমি র্বাষার পানি নেমে যাওয়ার পর ইরি ধান রোপনের আগে প্রায় দুই মাস পতিত পড়ে থাকতো। বর্তমানে অধিকাংশ কৃষক জমি পতিত না রেখে বোরো আমনের লোকসান পুষিয়ে নিতে ব্যাপকভাবে বাড়তি ফসল হিসেবে উচ্চ ফলনশীল সরিষার চাষ করছেন। আবাদও হচ্ছে ভাল। ফলে সরিষা চাষ করে উদ্বৃত্ত অর্থ উপার্জন করায় ইরি-বোরো চাষের খরচ উঠেও উদ্বৃত্ত থেকে যাচ্ছে কৃষকদের। বিলের বিপুল পরিমান জমিতে সরিষার ফলন ভাল হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। এলাকায় ভোজ্য তেলের আমদানী নির্ভরতাও কমেছে। উপজেলার গোপালপুর গ্রামের কৃষক হযরত আলী জানান, গত বছর বাজারে সরিষার দাম ভালো পাওয়ায় এবারও সরিষা চাষ করেছি ফলন ভালো ও দাম পেলে আগামী বছর সরিষা চাষে আরও অনেকেই ঝুঁকে পড়বে।
উপজেলার চড়ইকোল গ্রামের কৃষক আবুল কালাম আজাদ মাস্টার জানান, কৃষি অফিসের পরামর্শে দুই বিঘা জমিতে উন্নত জাতের
বারি ১৪ সরিষার আবাদ করেছি। বড় কথা হলো সরিষা থেকে নিজে ভেজাল মুক্ত তৈল উৎপাদন করতে পরি যা পরিবার জন্য ব্যাবহার করতে পরি ।
পাবনার চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ জানান, বৃহত্তর চলনবিল এলাকায় প্রায় ৫৫হাজার হেক্টর জমিতে উচ্চফলনশীল সরিষা চাষ হচ্ছে। এর মধ্যে চলতি মৌসুমে কেবল চাটমোহরেই ৬ হাজার ২০০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে।
তিনি আরো জানান, কৃষকদের যথাযথ পরামর্শ ও পরিচর্যার বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। সরিষা বপনের মাত্র ৭৫-৮০ দিনের মধ্যে এর ফলন পাওয়া যায়। এ সরিষা উত্তোলন করে ফের বোরো আবাদ করতে পারেন বলে এটাকে কৃষকরা ‘লাভের ফসল’ হিসেবে অভিহিত করে থাকেন।
আমরা কৃষক দের কৃষি বিভাগের পক্ষ থেকে সরিষা চাষে উদ্বুদ্ধ করি এবং বিভিন্ন উপকরণ সহায়তা প্রদান করি। বর্তমান বছরে এ পর্যন্ত এ উপজেলায় ১৮০০ জন কৃষককে উপকরণ সহায়তা প্রদান করেছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com