দিনাজপুর পার্বতীপুর উপজেলার পটিকাঘাট সুলতানপুর আল-মদিনা নামে নতুন জামে মসজিদের ভিত্তি প্রস্তুর ও নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৯নং হামিদপুর ইউনিয়নের পাটিকাঘাট সুলতাপুরে সম্পূর্ণ ব্যাক্তিগত জায়গায় ব্যাক্তিগত অর্থায়নে আল-মদিনা জামে মসজিদের ভিত্তি প্রস্তর ও নির্মান কাজের উদ্বোধন করেন বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ সাদেকুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন মন্ডল,সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান কালাম,আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী মোঃ রেজানুল হক,বিশিষ্ট ব্যসায়ী মোঃ ইব্রাহীম মন্ডল,নবনির্মিত মসজিদ কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন মানিক। মসজিদের দাতা মোঃ আমিনুল ইসলাম,মোঃ আফসার আলী, মোঃ ইয়াছিন আলী মোঃ গোলাম রব্বানী প্রমূখ। গোলাম রব্বানী জানান, গ্রামে একটি মসজিদ নিমার্নের পরিকল্পনা দির্ঘদিন যাবৎ করে আসছিলাম। আজ আল্লাহ রহমতে তা বাস্তবায়ন হতে চলছে। প্রাথমিক পর্যায় মসজিদটি ১২শতক জায়গায় নিমিত হবে। মসজিদটি নির্মানে বর্তমানে ১৫ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি।