সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
সুনামগঞ্জের তাহিরপুরে খাস কালেকশনের নামে দুর্নীতি: জেলা প্রশাসকের কাছে অভিযোগ নতজানু নীতির কারণে হাসিনা সীমান্ত হত্যার প্রতিবাদ করেননি খেলাধুলা শরীরিক ওমানসিক বিকাশ ঘটায় : রেজওয়ানুল হক পাটগ্রামের দহগ্রামে বন্যা কবলিত পরিবারের মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সহায়তা প্রদান কালীগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন ফটিকছড়িতে হামলার পর উল্টো মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ! লাকসামে ১৬৫ পরিবারকে স্পেন-বাংলাদেশ সোসাইটির নগদ অর্থ সহায়তা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নড়াইলে হরিলীলামৃত স্কুলের শিক্ষকদের সম্মানী প্রদান ফুলপুরে বন্যার মারাত্মক অবনতি রায়গঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

কালীগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময়

তৈয়বুর রহমান কালীগঞ্জ (গাজীপুর) :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আসসাদিকজামান। সোমবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলায় সদ্য যোগদাকারী ইউএনও মো. আসসাদিকজামান। এ সময় জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার সমন্বয়কারী জেসমিন বেগমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তার। এ সময় উপস্থিত ছিলেন-সাংবাদিক আশরাফুল আলম আইয়ুব, আব্দুর রহমান আরমান, আল-আমিন দেওয়ান, আব্দুল গাফফার, রফিক সরকার, ওমর আলী মাস্টার, তৈয়বুর রহমান, খোরশেদ আলম, আহাম্মদ আলী, মজিবুর রহমান,লোকমান হোসেন, শফিকুল কবির প্রমুখ। ইউএনও তাঁর বক্তব্যে বলেন, সরকারের উন্নয়নে এগিয়ে আসা ও বিভিন্ন অবকাঠামো তুলে ধরার জন্য স্থানীয় গণমাধমকর্মীদের আহবান জানান। বিগত দিনের মত স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে সহযোগীতা কামনা করেন। অপরদিকে সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে। উপজেলা প্রশাসনের সহযোগীতায় নির্বাহী অফিসার মো. আসসাদিকজামান সভাপতিত্বে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবসে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে উপজেলার ২ জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা হিসেবে জয়িতাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় জয়িতারা উপস্থিত সকলের সাথে তাদের শ্রেষ্ঠত্বের অভিজ্ঞতা বিনিময় করেন। পরে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে শাহনাজ বেগমকে এবং অর্থতৈনিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে ফাতেমা ফেরদৌসের হাতে সম্মাননা হিসেবে ক্রেষ্ট ও সনদ তুলে দেওয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com