শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন

আফগানিস্তানে মসজিদে হামলায় নিহত ৭

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ মে, ২০২০
ছবি - আল জাজিরা

আফগানিস্তানের কর্মকর্তারা বলেছেন, দেশটির একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে সাতজন মুসল্লি মারা গেছে এবং আহত হয়েছে ১২ জন। পারওয়ান প্রদেশের পুলিশ প্রধান হারুন মুবারেজ মঙ্গলবার বলেন, ইফতার শেষ করে মুসল্লিরা মাগরিবের নামাজ পড়ার সময় বন্দুকধারীরা হামলা চালায়। খবর আল জাজিরার।

পুলিশের এই কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, সাতজন নিহত এবং ১২ জন আহত হয়েছে। হামলার পরপরই বন্দুকধারীরা পালিয়ে যায় বলেও জানিয়েছেন তিনি।

কতজন বন্দুকধারী ওই হামলা চালিয়েছিল সেটা এখনও স্পষ্ট নয়। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার পারওয়ানের রাজধানী চারেকারে ওই হামলার সত্যতা নিশ্চিত করেছে। এই হামলার জন্য তালেবানদের দায়ী করেছে তারা। তবে তালেবান এই হামলায় সম্পৃক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

সাম্প্রতিক সময়গুলোতে আফগানিস্তানে বেসামরিক ব্যক্তিদের ওপর সহিংসতা বৃদ্ধির ব্যাপারে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। গত সপ্তাহে কাবুলের একটি মাতৃসদনে ভয়াবহ এক হামলায় নবজাতকসহ ২৪ জন নিহত হয়।

গত ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-তালেবান একটি শান্তিচুক্তিতে পৌঁছানোর পরও দেশটি সহিংসতার ঘটনা বেড়েছে। ওই চুক্তি অনুযায়ী তালেবানদের নিরাপত্তা গ্যারান্টির বিনিময়ে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনীকে আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেয়া হবে।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com