বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে আলোক সজ্জা, জৌলুসের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছে, সমস্যা-সঙ্কট আড়াল করছে। কিন্তু গণতন্ত্র, মৌলিক অধিকার, আইনের শাসন, জান-মালের নিরাপত্তা, সুশাসন না থাকায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বিবর্ণ হয়ে পড়েছে। শুক্রবার ময়মনসিংহের হালুয়াঘাটের সংড়া বাজারে মাদ্রাসা মাঠে জাতীয়তাবাদী তাঁতী দলের নব গঠিত উপজেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘মানুষের মনে কোনো আনন্দ নাই, আছে হতাশা। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের চরম উর্ধগতি, বেকারত্বে জনজীবনে নাভিশ্বাস উঠেছে।’
সভায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সরকার অন্যান্য শ্রেণী-পেশার মতো তাঁত পেশার সমস্যাও সমাধান করতে পারে নাই। সুতা ও রঙ এর দাম লাগামহীন ভাবে বৃদ্ধি পাচ্ছে, কাপড়ের দামও বৃদ্ধি পাচ্ছে। অথচ সরকার নির্বিকার। তিনি বলেন, কারও কোনো সমস্যা সমাধানে সরকারের কোনো উদ্যোগ নাই, সরকার ব্যাস্ত তাদের অনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখতে, নিজের লোককে দুর্নীতি, লুটপাটের সুযোগ দিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ বানাতে।
উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সহ সভাপতি প্রভাষক মাসুম বিল্লাহ, উপজেলা বিএনপি নেতা, মঈন উদ্দীন বাবুল, শাজাহান মিয়া,ক্বারী আবুল কাশেম, আবদুস সাত্তার, আল আমিন চমক,আবদুল লতিফ,আবদুল জলিল,রফিকুল ইসলাম বিএসসি, সিরাজুল ইসলাম ভুট্টো,ধোবাউড়া উপজেলা তাঁতী দলের আহ্বায়ক উসমান গণি, সদস্য সচিব নূর উদ্দীন হাসান শাহ, হালুয়াঘাট উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল গণি,সাধারণ সম্পাদক মশিউজ্জামান, উপজেলা জাসাস সভাপতি শফিকুল ইসলাম, যুব দলের জেলা সহ দফতর সম্পাদক আল আমিন, স্বেচ্ছাসেবক দলের পৌর আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক অন্তর আকন্দ, মোহায়মেনুল ইসলাম রবিন,পৌর ছাত্র দলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, উপজেলা তাঁতী দলের যুগ্ম আহবায়ক এড. লুৎফর রহমান, হারুনুর রশীদ, পারভেজ আহমদ প্রমুখ।