শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:১০ অপরাহ্ন

ডিসপ্লেতে ধনবাড়ী উপজেলার স্কুলগুলোর মধ্যে প্রথম হয়েছে পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়

জহিরুল ইসলাম মিলন ধনবাড়ী :
  • আপডেট সময় শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভির্য্যরে মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ীতে পালন করা হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করে উপজেলা প্রশাসন। কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে-সাথে ৫০ বার তোপধ্বনি, শহিদ মিনারে পূস্পস্তবক অর্পন, কুচকাওয়াজ, ডিসপ্লে, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামিউল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুনার রশীদ হীরা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধ আনোয়ার হোসেন কালু প্রমুখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, জন প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃকিত সংগঠন এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের পাইস্কা বালিকা উচ্চবিদ্যালয় বিজয় দিবস উপলক্ষে ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে উপজেলার সকল স্কুলের সাথে উপস্থিতিতে প্যারের্ড ডিসপ্লে প্রদর্শন অংশগ্রহণ করে ডিসপ্লেতে ধনবাড়ী উপজেলার মধ্য প্রথম স্থান অর্জন করেন পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়। প্রথম স্থান অর্জন এর প্রাইস গ্রহণ করেন পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসউদুল আলম উচ্ছল, প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন তালুকদার শরীরচর্চা শিক্ষক মোছাঃ জেসমিন আক্তার এছাড়াও পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয় বিজয় দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচী উদযাপন করেন, কর্মসূচির মধ্যে ছিল, শহিদ মিনারে পূস্পস্তবক অর্পন, কুচকাওয়াজ, ডিসপ্লে, আলোচনা সভা ওবালিকাদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com