শিক্ষার মান উন্নয়নে টাঙ্গাইলের ধনবাড়ীতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার পাইস্কা উচ্চ বিদ্যালয়ে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম বাবুল। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ধনবাড়ী পৌর সভার মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চান মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, মধুপুর সরকারী কলেজের অধ্যাপক গোলাম সামদানী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোলাইমান হোসেন প্রমুখ। এ সময় অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার সুধজন উপস্থিত ছিলেন। শিক্ষার মান তুলে ধরে প্রধান অথিতি তার বক্তব্যে বলেন , পড়ালেখার জন্য শিক্ষার্থীদের সাথে অভিভাবকদেরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাদের সন্তানেরা পড়ালেখা করছে কিনা সে দিক লক্ষ রাখতে হবে। তারা বলেন, বিদ্যালয়টি এক সময় এ অঞ্চলের শিক্ষার নাম করা বিদ্যাপিঠ ছিল।