গাইবান্ধার পলাশবাড়ীতে কিশোরগাড়ী এবং বরিশাল ২টি ইউনিয়নে ৪র্থ ধাপের তফসিল অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু মধ্যে হয় সে উপলক্ষে ৪নং বরিশাল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম (সাংবাদিক) স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। মতবিনিময় কালে তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, দীর্ঘ ১৮ বছর যাবৎ এই ইউনিয়নের মানুষ ভোট অধিকার থেকে বঞ্চিত ছিলেন! এরপর এই মামলা জটিলতা নিরসনের জন্য এবং ইউনিয়ন বাসীকে ভোট অধিকার ফিরিয়ে দেয়ার জন্য আমি এই ইউনিয়ন বাসীকে সাথে নিয়ে মিছিল, মিটিং, সংগ্রামে অংশগ্রহণ করার ফলস্বরূপ আমরা ভোটাধিকার ফিরে পেয়েছি। সেই সাথে আমার এমন কর্মকা-ের ফলস্বরূপ পেয়েছি ইউনিয়ন বাসীর প্রস্তাব, সমার্থক এবং ভালবাসা। যে কারণে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমার সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরো ৯জন। এদের মধ্যে নৌকা প্রতীক বিজয়ী প্রার্থীর কর্মীরা আমার ভোটারদের রাত-বিরাতে বিভিন্নভাবে কটুক্তি এবং প্রলোভন দেখিয়ে হয়রানি করে যাচ্ছেন। ইউনিয়নবাসী যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোট সেন্টারে অংশগ্রহণ করে সু-স্পর্শভাবে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করতে পারে সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। সেই সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি পলাশবাড়ী প্রশাসন কে যাদের কারনে এখন পর্যন্ত আমার কর্মী এবং সমার্থকরা কোনোরকম হয়রানি ছাড়াই নির্বাচনের বিধিমালা, নিয়ম নীতি অনুযায়ী মাঠে প্রচার- প্রচারণা, মিটিং- মিছিল, সভা-সমাবেশে শান্তিপূর্ণভাবে কাজ করে যাচ্ছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর পর ইউনিয়ন বাসী ভোট দিতে পারবে আর তার পেছনে আমার অবদান অপরিসীম। আর সেজন্যই তারা আমাকে আনারস মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবে বলেই আমি এই নির্বাচনে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আমি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলে মাদক ও জুয়া থেকে তরুণদের বিরত রাখতে তাদের চিত্তবিনোদন, খেলাধুলার জন্য সার্বিকভাবে সহযোগিতা করে যাবো। রাস্তা -ঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা-প্রতিষ্ঠান, মাদ্রাসা -মসজিদ, মন্দির -গীর্জা, হাট-বাজার সহ সকল প্রতিষ্ঠানের মান উন্নয়নের লক্ষ্য কাজ করবো। বরিশাল ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। ২১ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে কোমরপুর বাজারস্ত আনারস প্রতিকের নির্বাচনী অফিসে কোমরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নির্বাচন সমন্বয়কারী রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, কোমরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম মওলা, মাজেদুর রহমান (শিক্ষক), শাহার“ল ইসলাম (শিক্ষক), আঃ রাজ্জাক (শিক্ষক), আলহাজ্ব আঃ রশিদ (অবঃসার্জেন্ট), রেজাল্টু (ব্যবসায়ী) ছাড়াও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম (সাংবাদিক) এর বিপুল সংখ্যক কর্মী- সমর্থক এবং ভোটারগণ উপস্থিত ছিলেন।