রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে পুলিশ ও র্যাবসহ নতুন করে আরও ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে রংপুর জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩১৬ জনে।
বুধবার (২০ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।
তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে শুধু রংপুর জেলারই ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্তরা হলেন- রংপুর পুলিশ লাইন্সের ১৮ পুলিশ সদস্য, ৪ জন র্যাবের সদস্য, ২ জন মেট্রোপলিটন পুলিশের সদস্য, নগরীর মুলাটোল এলাকার এক পুরুষ (৪৮), গঙ্গাচড়ার গজঘণ্টা ইউনিয়নের এক পুরুষ (৩৬), তারাগঞ্জের কুর্শা ইউনিয়নের এক নারী (৩৪) ও পীরগাছা উপজেলার এক পুরুষ (৩২)।
এদিকে রংপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, রমেকের পিসিআর ল্যাব ও আইইডিসিআর এর নমুনা পরীক্ষার ফল মিলে রংপুর জেলায় আজকের ২৮ জনসহ মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩১৬ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৯ জন। আর মারা গেছেন তিনজন।
এমআর/প্রিন্স